Monday, May 4, 2015

বিশ্ব ক্রিকেটে দানবীয় আক্রমণের আশংকা?



এসেল গ্রুপ এবার আইসিসির মতোই বিকল্প একটি ক্রিকেট সংস্থা নাকি গড়ে তুলতে চায়। অনেকে ব্যাপারটা ক্যারি প্যাকারের সাথে তুলনা করতে চাইছেন। আসলেই কি ব্যাপারটা সেরকম? প্যাকার সিরিজটা ছিলো ক্রিকেটের একটি বিপ্লব যেটা ক্রিকেটকে নতুন প্রান দিয়েছে। প্যাকারের মত দূরদর্শী এবং ক্রিকেট প্রেমী ছিলো বলেই তো সেটা সম্ভব হয়েছিলো। কিন্তু যেখানে লোলিত মোদির মত লোকজনের আনাগোনা থাকে সেখানে ভালো কিছু আশা করার কোন প্রশ্নই আসে না।

এসেল গ্রুপের এই বিধ্বংসী চিন্তা ভাবনা ক্রিকেট জগতে চরম সংকট ডেকে আনবে। কারন এসেল গ্রুপের মালিক সুভাষ চন্দ্র তার অর্থের জোরে সব করতে পারেন। উদ্বেগের আরও বড় কারণটা হলো, লোলিত মোদিকে নাকি এই উদ্যোগে হাত মেলানোর প্রস্তাব দিয়েছে এসেল গ্রুপ! সুভাষ চন্দ্রের অর্থ এবং লোলিত মোদির ধূর্ত বুদ্ধির কম্বিনেশনটা যে ক্রিকেট বিশ্বের জন্য কতটা বিষাক্ত হতে পারে সেটা কল্পনা করতে ও ভয় হয়। নিমিষের মধ্যেই ক্রিকেট খেলাটা অন্ধকার কোন গলিতে হারিয়ে যাবে।

শ্রীনিবাসন আপনার কাছে স্বচ্ছ নয়। কেন জানেন? এই মোদির ভাড়াটে কিছু মিডিয়া মাফিয়াদের জন্য উনি সর্বদা আপনার কাছে ভিলেনই হয়ে থাকেন এবং থাকবেনও। একরোখা লোকজন সবার কাছে খারাপ কিন্তু এই শ্রীনিবাসনের মতো লোকজন ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন সেটা মোদির মত একজন বাটপার জীবনেও করতে পারবে না।

সেই ৭০ এবং ৮০-এর দশকে ভারতের ক্লাব ক্রিকেটার, যাদের নুন আনতে পান্তা ফুরাত, তাদেরকে ক্রিকেট খেলার জন্য আর্থিক ব্যাকআপটা এই শ্রীনিবাসনের মত শিল্পপতিরাই দিতেন। তখন ঐ বলিউডের নায়ক-নায়িকারা, তথাকথিত ভারতীয় সেলেব্রিটি কিংবা মোদির মত বাটপারগন এদের দিকে তাকাতোই না। কারন এখানে তো মিডিয়া শোডাউনের সুযোগটা নেই। এই কথা গুলো ব্যাঙ্গালুরুর এক দাদার। উনাকে আমি স্যার বলেই সম্বোধন করি।

ভারতে ক্রিকেটের পপুলারিটির ধারাটা শুধু এক কপিল দেব কিংবা গাভাস্কারের জন্যই অব্যাহত থাকেনি। সেই গ্রাসরুট লেভেলে এই খেলাটাকে টিকিয়ে রাখার পেছনে, শ্রীনিবাসনের মত শিল্পপতিদের অবদান অনেক। আরও শুনুন, আইসিসির অনেক সিদ্ধান্তের বিপক্ষেই শ্রীনিবাসন ভেটো দিয়েছিলো। কিন্তু ক্রিকেটে ঐ ওল্ড-পাওয়ার হাউসের পাওয়ারটা এখনও অনেক বেশী। টি২০ ক্রিকেটের আসল জনকটা কে সেটা কিন্তু ভুলে গেলে চলবে না।

যাই হোক, বিশ্ব ক্রিকেটকে লোলিত মোদির মতো বাটপারদের হাত থেকে বাঁচাতে একজন শক্ত লোক চাই এবং সেটি হলো এই শ্রীনিবাসন। হ্যাঁ, উনি বিতর্কিত। উনার বিরুদ্ধে অভিযোগ অনেক। উনি একজন দানব। কিন্তু তার নেগেটিভ সাইড গুলোর সাথে অনেক পজেটিভ সাইড ও আছে যেটা ক্রিকেটের জন্য ভালো। লোলিত মোদিকে দিয়ে ক্রিকেটের জন্য কখনো কোন ভালো কাজ হয়নি আর হবেও না।

আমি বর্তমান যুগের করাপ্ট মিডিয়া যারা জোর করে গ্লামারকে ক্রিকেটের চেয়েও বেশী প্রাধান্য দেয় তাদের পক্ষে না। কয়েকজন বাদে এদের কারো কথাই আমি বিশ্বাস করি না। কে ক্রিকেটের জন্য ভালো আর কে ভালো না সেটা বোঝার জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমীন কিছুটা হলেও জ্ঞানবুদ্ধি আমাকে দিয়েছেন।

দানবকে রুখতে একজন দানবই দরকার।

ধন্যবাদ
ফয়সাল সিজার  

No comments:

Post a Comment