Friday, February 19, 2016

আমরা না ক্রিকেট পাগল জাতি?


আগামীকাল ব্রেন্ডন ম্যাককুলাম আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচটি খেলা শুরু করবেন। “শেষ ম্যাচটি খেলা শুরু করবেন” এই অর্থে যে ম্যাচটি কোন লিমিটেড ওভারের নয় বরঞ্চ সেটি একটি টেস্ট ম্যাচ। দুঃখের ব্যাপার হলো, এই টেস্ট ম্যাচটি উপমহাদেশের – বিশেষ করে ভারত এবং বাংলাদেশের - কোন চ্যানেল  সম্প্রচার করছে না। শুধু এই টেস্ট ম্যাচ কেন, পুরো সিরিজটির কোন ম্যাচই টিভিতে কেউ উপভোগ করতে পারেনি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলের খেলাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উনারা ব্যস্ত আছেন টি২০ লীগ নিয়ে।

ভারতের অনেক স্বনামধন্য ক্রিকেট সমালোচক টুইটারে এই ব্যাপারটি নিয়ে কড়া সমালোচনা করেছেন। এখনও করছেন। কিন্তু আমাদের দেশের বড় ভাইয়ারা একদম চুপ। আমি ভেবেছিলাম এই ব্যাপারটি নিয়ে উনারা কিছু বলবেন। কারন উনারা সাংবাদিক এবং সেলিব্রিটি। 

আমাদের দেশের তথাকথিত টিভি চ্যানেল, যারা নিজেদেরকে ক্রিকেটের বিশেষজ্ঞ বলে দাবী করেন, তাদের তো কোন বিকারই নেই। ট্রান্সটাসমান লড়াইয়ের ব্যাপারটি আদৌ তারা জানেন কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ক্রিকেটের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকলে এই গুরুত্বপূর্ণ সিরিজটি কি মিস যেত? 

এই উপমহাদেশের যারা ক্রিকেটটা বুঝেন এবং সত্যিকার ভাবে ভালবাসেন তাদের মনটা খারাপ। কারন ব্রেন্ডন ম্যাককুলামের শেষ টেস্ট ম্যাচটি তারা দেখতে পারবেন না। ২০১৪ সাল থেকে ম্যাককুলাম  ক্রিকেটকে যা দিয়েছেন সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। টেস্ট ক্রিকেটে তার ইমপ্যাক্ট অনেক। প্রাগম্যাটিসমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ম্যাককুলাম বিশ্ব ক্রিকেটকে প্রানবন্ত করে তুলেছিলেন তার হাইপার-অ্যাগ্রেসিভ এবং নির্ভীক ব্র্যান্ডের ক্রিকেট দিয়ে। এক কথায় চোখ জুড়িয়ে যাবার মতো ক্রিকেট। প্রতিদিনই এই ব্র্যান্ডের ক্রিকেটের প্রেমে পড়া যায়।    
  
কিন্তু, তার শেষ টেস্ট ম্যাচটি এই উপমহাদেশের, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দেখা হবে না। এই ব্যাপারটি কতজন বাংলাদেশী ক্রিকেট ভক্তের মনকে ভারী করে তুলেছে? আমার মন অনেক খারাপ। আমার মতো কতজন আছেন? বাংলাদেশে কি আমার মতো ক্রিকেট ভক্তের সংখ্যা কি খুবই কম? কিন্তু, আমরা না ক্রিকেট পাগল জাতি?   

ধন্যবাদ
ফয়সাল সিজার
      


No comments:

Post a Comment