Saturday, April 2, 2016

Awareness-পোস্ট গুলো লাইক কিংবা শেয়ার দেবার আগে একটু ভেবে দেখা কি উচিৎ নয়?

Awareness পোস্টের নামে ফেসবুকে ইদানিং যেসব পোস্ট দেওয়া হয় সেগুলো একটু বুঝে শুনে শেয়ার করুন। বিশেষ করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টার্গেট করে পোস্ট দেওয়া হলে সেটা শেয়ার করার আগে একটু ভেবে দেখুন সেটি কোন ব্যক্তিগত বিদ্বেষের প্রতিফলন কিনা এবং সেই পোস্টের সত্যতা কতটুকু। এই ধরনের পোস্টের সবচেয়ে বেশী শিকার আমাদের চিকিৎসক সমাজ।

বলা নেই কওয়া নেই একজন চিকিৎসকের ছবি কোন গ্রুপে পোস্ট করেই বলে দেওয়া হয় সেই চিকিৎসক খারাপ কিংবা কোন হাসপাতালে কারও রোগী মারা গেলেই সেই হাসপাতালের ব্যাপারে বিশাল একটি নেগেটিভ পোস্ট দেওয়া হয় অথচ উনাদের মাথায় এটা আসেই না যে উনাদের রোগীর ক্যান্সার কিংবা সেপটিক শকে আক্রান্ত ছিলেন এবং বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিলো।

একজন চিকিৎসক কি রোগীর চিকিৎসা দেন তাকে মেরে ফেলার জন্য নাকি কোন হাসপাতাল তৈরি হয় রোগীকে মেরে ফেলার জন্য? নিজেকে, আধুনিক, জ্ঞানী এবং শিক্ষিত বলে দাবী করা এই লোকদের কি এসব কাজ করা মানায়?

আর আমরা পারিও বটে। সাথে, সাথে চিকিৎসকদের আক্রমন করতে কোমর-কষে নেমে পড়ি। কি লাইক দিচ্ছি, শেয়ার করছি এবং কেন গালিগালাজ করছি সেটি কেউ একটি বার বোঝারও চেষ্টা করছি না। এসব পোস্ট যে একজন ভদ্রলোক কিংবা একটি প্রতিষ্ঠানের ইমেজ এবং ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে সেটি কি আপনারা একবারও ভেবে দেখেছেন? বেশীরভাগ ক্ষেত্রেই এসব পোস্ট দেওয়া হয় ১। ব্যক্তিগত শত্রুতা বশত, পরিস্থিতি না বুঝে আবেগের বশবর্তী হয়ে এবং ৩। বাংলাদেশীদের সবচেয়ে ফেভারিট জিনিস "ক্ষণিকের সেলেব্রিটি" হবার নেশায়।

ফেসবুকে পোস্টকৃত সব তথ্য এবং গল্প সঠিক নয়। না বুঝে অন্ধের মতো এসব সস্তা পোস্ট শেয়ার দেবার কারনে অনেকের সম্মানহানী এবং ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই কারও ক্ষতি চান না।

ধন্যবাদ
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment