Wednesday, June 24, 2015

মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে কিছু কথা




মুস্তাফিজের বোলিং নিয়ে আমার কিছু বলার দরকার আছে বলে মনে করি।

মুস্তাফিজের মূল অস্ত্র হলো আউট সুইং, অফকাটার এবং স্লোয়ার বল। সে এই বল গুলোকে গুড এবং ব্যাক-অফ-লেন্থ থেকে পিচ করে। উপমহাদেশীয় ব্যাটসম্যানদের ফ্রন্টফুটে ড্রাইভ করার অভ্যাস বেশী বলে ভারতীয় ব্যাটসম্যানদের ওকে খেলতে অনেক সমস্যা হয়েছে। কিন্তু এই ধরনের বল গুলোকে ব্যাকফুটে যেয়ে পয়েন্ট, ব্যাক ওয়ার্ড পয়েন্ট এবং গালিকে টার্গেট করে হোরাইজোন্টাল ব্যাটে অনায়াসে খেলা যায়।

মুস্তাফিজকে লেন্থে ভ্যারিয়েশনের ব্যাপারটা বুঝতে হবে বিশেষ করে, ফুলার লেন্থে বলটা কিভাবে করতে হবে সেটা আয়ত্ত করতে হবে এবং কিভাবে বলকে ডান হাতি ব্যাটসম্যানের ভিতরে আনতে হয় সেটা শিখতে হবে।

টেকনোলজির এই যুগে কাউকে পড়ে ফেলা কোন ব্যাপারই না। সেসব বোলারই টিকে থাকে যারা একই অস্ত্রের ওপর ভর করে থাকে না বরং নিজের অস্ত্র গুলোকে আরও শক্তিশালী করার সাথে, সাথে নতুন কিছু জিনিস যোগ করে।

আশা করি মুস্তাফিজকে নিয়ে সস্তা-আবেগের-মাতামাতি না করে আমাদের বিশেষজ্ঞগন এসব ক্রিকেটীয় ব্যাপার গুলো নিয়ে তার সাথে কথা বলবেন। মুস্তাফিজ একজন এসেট। ওকে অযথা তারকা না বানিয়ে একটু গড়ে ওঠার সুযোগ দিন।

ধন্যবাদ
ফয়সাল সিজার

No comments:

Post a Comment