Wednesday, May 31, 2017

ICC Champions Trophy 2017 - I shall miss the West Indies a lot!


It's a pity that one of the most successful teams in the history of ICC Champions Trophy West Indies won't feature this time around. They gifted us some great moments to cherish and their party in the darkness of London in 2004 is still fresh in my mind. I shall miss them a lot in this year's Champions Trophy.

While the rest of the teams were very much eager to confirm their ticket for the coveted multinational tournament two years ago, West Indies seemed heavily disinterested about it and securing more cash in the bank mattered more for them. For which, a mega event would be absent from Caribbean flavour. It’s pretty hard to imagine the Kennington Oval and Edgbaston without the West Indian cricketers.

Thank You

Faisal Caesar 

Tuesday, May 30, 2017

আমি প্র্যাকটিস ম্যাচকে সিরিয়াসলি নিতে রাজি নই


২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ কোয়ালিফাইয়িং ম্যাচে, মুম্বাইতে, ওয়েস্ট ই ন্ডিজ মাত্র ৮০ রানে শ্রীলংকার সাথে অলআউট হয়েছিলো। কিন্তু মেইন টুর্নামেন্ট যখন শুরু হয়, ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল খেলেছিলো এবং শ্রীলংকা গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেয়। আবার, ২০০৭ সালের বিশ্বকাপের প্র্যাকটিস ম্যাচে, ফ্লোরেন্স হলে, হট ফেভারিট ভারত মাত্র ৮৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করেছিলো কিন্তু মূল টুর্নামেন্ট শুরু হবার সাথে, সাথে দেখা যায় ভারত তাদের প্রতিবেশী পাকিস্তানের মতোই গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয়।

এসব প্র্যাকটিস ম্যাচ কিংবা কোয়ালিফাইয়িং খেলা দিয়ে অনেক কিছু বিচার করা যায় না। আমি প্র্যাকটিস ম্যাচ কখনই সিরিয়াসলি নেই না এবং এখনও নেব না। মূল টুর্নামেন্ট শুরু হোক তারপর কোন টিমকে বিচার করা যাবে। এই হার বাংলাদেশের জন্য কিন্তু ব্লেসিং ও হতে পারে কারন এক্সপেকটেসনের মাত্রা কম থাকার কারনে টাইগারেরা চাপ মুক্ত থাকবে। সবচেয়ে বড় কথা, ক্রিকেট এবং দেশপ্রেম নিয়ে আবেগ বেচা দলের মুখ বন্ধ থাকবে।  

ধন্যবাদ

ফয়সাল সিজার         

ICC Champions Trophy 2017 - Why Bangladesh lost the practice match against India


Bangladesh lost the practice match against India disgracefully because....

1. Chandika Hathurusingha is the coach.

2. Nazmul Hassan is the boss of BCB.

3. Nasir Hossain was not picked.

4. Narendra Modi and Mamta Banerjee's conspiracy.

5. Effect of Cyclone Mora.

6. They didn't consult with Anisul Haque (Putun), Singer Asif and other models, drama and cinema artists before the match.

7. Athar Ali didn't wear a tie and sunglass today.

8. Anisul Haque and Keka Ferdousi cooked together in a television show yesterday.

9. Debobrata Mukherjee hasn't yet established a temple in China.

10. The Tigers didn't seek the blessings of Shahbaghi and Hefazot and thus, received the curse of Greek Goddess.


Note: This is a sarcastic post.

Thank You
Faisal Caesar 

Amazing Hashim Amla!



Hashim Amla:

Fastest to 2000 ODI runs.
Fastest to 3000 ODI runs.
Fastest to 4000 ODI runs.
Fastest to 5000 ODI runs.
Fastest to 6000 ODI runs
Fastest to 7000 ODI runs.

How would you rate this man as a 50-over format batsman? No 360-degree, no adventurous innovations and no over-use of cross-batted shots, but superbly timed strokes dominated his batsmanship in all forms of the game and look at the result.

I'm not against innovations and innovative strokes, but batting in limited overs cricket is not all about this 360-degree shots. The modern generation of fans and experts should realise this.

Thank You

Faisal Caesar 

Sunday, May 28, 2017

এত অল্পতেই হতাশ হবার মতো কিছুই হয়নি!


পাকিস্তান দলটি আনপ্রেডিক্টএবেল এবং তাদের এই নেচারটির সাথে ৮০ এবং ৯০ দশকের ছেলেপেলেরা বেশ পরিচিত। এই পাকিস্তান যখন তাদের এই থ্রিলিং নেচারে আবির্ভূত হয় তখন বিপক্ষ দলের অধিনায়ক এবং খেলোয়াড়দের কিছুই করার থাকে না। ক্লাইভ লয়েড থেকে শুরু করে স্টিভ ওয়াহর মতো বাঘা-বাঘা অধিনায়ক সহ সবাই এটা হাড়ে হাড়ে টের পেয়েছে এবং হালের বিরাট কোহেলি ও এই ব্যাপারে ভালোভাবে অবগত।     
         
গতকালের প্র্যাকটিস ম্যাচটিতে পাকিস্তান তাদের চিরাচরিত আনপ্রেডিক্টএবেল  রূপে আবির্ভূত হয় যেখানে ফাহিম আশরাফ নামক এক অপিরিচিত খেলোয়াড়ের ম্যাজিক দেখে যাওয়া ছাড়া বাংলাদেশের আর কিছুই করার ছিলো না। পাকিস্তান এরকমই।

প্র্যাকটিস ম্যাচ নিয়ে আমার উৎসাহ কখনই থাকে না কিন্তু গতরাত থেকে টাইমলাইনে ম্যাশকে নিয়ে সমালোচনাটা ভালো লাগেনি। আমি আগেই বলেছি পাকিস্তান তাদের পাগলা নেচার ধারন করলে কারোই কিছু করার থাকে না। ম্যাশ ডেথ ওভারে ভালো বল করে না কি না সেটার কোন ডিপ অ্যানালাইসিস না করে ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে করা শেষ দশ ওভারের মাশরাফির বোলিং-এর ভিডিওটা একটু দেখে নিন।

হ্যাঁ, মাশরাফির অবসরে যাওয়া উচিৎ কিন্তু সেটা নিজের শরীরের কথা চিন্তা করে। ম্যাশ ফুরিয়ে গেছে এই মন্তব্যের জন্য নয়। আর এরকম গোল্ডফিস মেমোরির অধিকারী এবং ক্রিকেট নলেজ শূন্য অবেগপ্রবন জাতির জন্য মাশরাফির অবসরে যাওয়া উচিৎ।       

এই টুর্নামেন্টে বাংলাদেশ আমার কাছে একটা সাইপ্রাইজিং এলিমেন্ট। আমার এরা কিছু একটা করবে। এত অল্পতেই হতাশ হবার মতো কিছুই হয়নি।     

ধন্যবাদ

ফয়সাল সিজার               

Saturday, May 27, 2017

সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নৃশংসতা এবং নিজস্ব কিছু অভিজ্ঞতা


সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের উপর বর্বরোচিত হামলার ভিডিও দেখে হয়ত অনেকেই হতভম্ব হয়ে গিয়েছেন চিকিৎসকদের সাথে এরকম ঘটনা অহরহ ঘটে আমি নিজেই এরকম পরিস্থিতির মোকাবেলা কয়েকবার করেছি উল্লেখযোগ্য কিছু ঘটনার অবতারনা করছিঃ

২০০৭ সালের এপ্রিল মাসের দিকে একটি বেসরকারি হাসপাতালে চকারিরত অবস্থায় লাজফার্মার মালিকের লোকজন এসে কিছু অন্যায় আবদার করতে আসলে আমি মানতে রাজি হইনি এবং উনারা আমাকে কটাক্ষ করে কথা বললে আমি মুখের উপর রুক্ষ ভাবে পাল্টা জবাব দেই

এটা শুনে তারা পশ্চিম রাজাবাজার থেকে একদল গুন্ডা ভাড়া করে এনেছিলো সেই হাসপাতলের পঞ্চম তলায় ভাংচুর করতে হাসপাতালের ড্রাইভার ভাই, যিনি আমার খুব ভক্ত ছিলেন, পরিস্থিতি খারাপ দেখে আমাকে টি রুমে যেতে বলেন এবং মেইন গেট বন্ধ করে দেন

গুন্ডারা এসে ঢুকতে না পেরে আম্মাকে গালি দিতে থাকে এবং বাসার ঠিকানা জিজ্ঞেস করতে থাকে পরে হাসপাতাল পরিচালক এসে পুরো ঘটনা শুনে লাজ ফার্মার মালিককে ফোন দেন এবং আমার ভাষ্য নেন যেখানে দেখা যায় তাদের কথা মেনে না নেয়াটাই ঠিক ছিলো লাজ ফার্মার মালিক তার লোকদের ভাড়া করা গুণ্ডাদের চলে যেতে বলেন

একজন বাচ্চা রোগীর রুমে, যে কিনা গুইলিয়ান বেরি রিগে আক্রান্ত, আমি যদি রোগীর লোকদের ভিড় জমাতে নিষেধ করি এবং শুধু মা ছাড়া আর সবাইকে ঢুকতে নিষেধ করি তাহলে আমি কি খুব অন্যায় করেছিলাম? কিন্তু তারা জোর করে থাকবে কারন তারা নিজদেরকে ভিআইপি বলে দাবী করছেলিনে আজিব টাইপের ভিআইপি!

  একই বছর, বর্ষার মৌসুমে, একজন রোগী আসেন যিনি নিজেকে বাংলাদেশের স্বনামধন্য নাট্য অভিনেতার খুবই ক্লোজ আত্মীয় বলে পরিচয় দেন ভালো কথা আমি পুরি হিস্ট্রি নিয়ে এবং এক্সামিনেসন করে চেয়ারে বসে রোগীর ফাইনডিংস অর্ডার লিখছিলাম রোগীর হাপানি সহ আরও কিছু বয়স্কজনিত সমস্যা ছিলো এম এন আলম স্যারের কাছে চেকাপ করাতে ভর্তি হয়েছিলেন হঠাৎ করে উনি বিকট চিৎকার করে অসভ্য ভাসায় গালিগালাজ করে আমাদের একজন সিস্টারের চুল ধরেন এবং আম্মাকে উদ্দেশ্য করে বলেন, “হারামির বাচ্চা! তোরা রুমে খাবারের পানির গ্লাস দ্যাশ না কেন”?

আমার মাথায় রক্ত চড়ে গেলো আমি বললাম ভদ্র হয়ে কথা বলতে এবং একজন মেয়ের গায়ে হাত তুলতে লজ্জা করে না! বলে দিলাম আমি চিকিৎসক রুমে জগ, বালতি, মগ ইত্যাদি দেবার দায়িত্ব কি আমার নাকি? আমি নিজেও গালি দিয়ে বললাম এখানে না থেকে জংগলে যেতে

 ঐদিকে হাসপাতালের সিকিউরিটি টিম এসে লোকটিকে রুমে যেতে বললে লোকটি গজ, গজ করতে রুমে চলে যায় একটু পরেই আমার টেবিলের ওপর পাশে একজন টিভি অভিনেত্রী, যিনি ত্রপা মজুমদার নামে পরিচিত, এসে বসেন এবং আমার কাছে রোগীর লোকদের পক্ষ থেকে সরি বলেন এবং সিস্টারদের কাছেও পুরো ঘটনার জন্য ক্ষমা চান আমি উনাকে শুধু বলেছিলাম দিদি, আমরা চেষ্টার ত্রুটি করি না আমাদেরকে শুধু প্রাপ্য সম্মানটা দিন

২০০৯ মহাখালির বক্ষব্যধি হাসপাতালে নাইট শিফট করছিলাম যক্ষ্মা কেন্দ্রে আমার ডিউটি এবং ওপর প্রান্তে অ্যাজমা সেন্টারে আমার এক কলিগের ডিউটি এমন সময় তিতুমির কলেজের প্রায় একশোর উপর ছাত্রদের একটি জটলা দেখলাম যারা তদের এক ছুরিকাহত সহপাঠীকে জরুরি বিভাগে নিয়ে এসেছে কর্তব্যরত চিকিৎসক আহত ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজে রেফারড করেন ঢামেকে কেন রেফারড কড়া হলো সেটা নিয়ে উত্তেজিত হয়ে তারা ভাংচুর শুরু করল পরিস্থিতি খারাপ দেখে ইমারজেন্সি চিকিৎসক কোনমতে পিঠ বাচিয়ে কক্ষ ত্যাগ করেন এবং উত্তেজিত ছাত্ররা অন্যান্য চিকিৎসকদের খুজতে থাকে আমি গলার স্টেথো নামিয়ে যক্ষ্মা কেন্দ্রের চিকিৎসক রুমের দিকে দৌড় দেই পেছনে ফিরে দেখি আমার কলিগ আমার পেছন, পেছন আসছে

দুজন মিলে ডক্টরস রুমে ঢুঁকে বাতি নিভিয়ে দেই কারন যক্ষ্মা কেন্দ্রের দিকটা এতটা অন্ধকার যে বাতি নিজিয়ে দিলে কিছুই তেমন বুঝা যায় না বাতি নেভানোর পর জানালা দিকে লুকিয়ে দেখি প্রায় বিশ জনের একটি দল হুংকার দতে, দিতে যক্ষ্মা কেন্দ্র ক্রস করে এবং তদাএর মধ্যে একজন বলতে লাগলো, “মাদারচোদ গুলান কই? একটাও নাই এখানে! সব গুলার পিছে আজকে চাপাতি ঢুকাবো”!

প্রায় তিন ঘণ্টা বাতি নিভিয়ে থাকার পর হট্টগোল থেমে যায় এবং যাত্রায় দুজন মিলে বেচে যাই

২০১০ সালে শ্যামলীতে একটি ক্লিনিকে ২৪ ঘণ্টার কামলা ছিলাম এলাকার এক হোমরা-চোমরা এসে কোন পারমিশন না নিয়েই চিকিৎসকদের রুমে ঢুঁকে যায় আমি জিজ্ঞেস করলাম কাকে চান উনি বলে উঠলেন আমি এলাকার অমুক আপনার স্যারকে বলুন আমাকে দেখে দিতে আমি বললাম আপনার সিরিয়াল থাকলে উনি এমনিতেই দেখে দিবেন উনি আমাকে বললেন উনার সিরিয়াল লাগবে না আপনার স্যারকে বলেন আসতে আমি আবারো বললাম উনি সিরিয়াল ছাড়া দেখবেন না এরপর আমাকে রুক্ষ সুরে বললেন, “তুই আমারে চিনিস? আমি এক ফু দিলে তুই শেষ”! আমি হেসে, হেসে বললামআমি তখন তর লুঙ্গি ধরে তান দেবো তাহলে তুইও শেষ হয়ে যাবি

উনার সাথে তিনজন লোক আমাকে ঘিরে ধরল ওদিক থেকে আমার সিনিয়রেরা আসলেন এবং উনি তাদের সাথেও কুতর্ক করলেন এবং আমাদের এক ওয়ারড বয়কে থাপ্পর মারে আমি আমার কাজিনকে ফোন দিয়ে জানালাম আমার পুলিশ প্রটেকশন দরকার আমার কাজিন দুজন পুলিশ পাঠিয়ে দিলেন এবং আমার এই রূপ দেখে লুঙ্গিওয়ালা নিজেই অফ হয়ে যায়

নিজের জীবনের উল্লেখযোগ্য কিছু বিপদ-সংকুল ঘটনার অবতারনা করলাম এই পর্যন্ত অভিজ্ঞতা মন্দ না এবং শিক্ষাটা হলো নিজের প্রটেক্সন নিজেরই দেওয়া শিখতে হবে

ধন্যবাদ
ফয়সাল সিজার 


Thursday, May 25, 2017

লুক রঞ্চিকে করা মস্তফিজুর রাহমানের সেই বল


মুস্তাফিজ যে বলে লুক রঞ্চিকে আউট করেছিলো সেটা বারবার দেখছি। মোস্তাফিজ অফ ষ্ট্যাম্পের বাইরে বলটা ফেলেছিলো যেটা আপাত দৃষ্টিতে অফের বাইরে ড্রাইভ খেলার মতো কোন বল মনে হলেও একটু সুক্ষভাবে খেয়াল করলে বোঝা যাবে, ঐ বলটি অফের বাইরে গুড-লেন্থে পিচ করার পরও শেষের দিকে ট্রাজেকটরি পরিবর্তন করে ভেতরে ঢুকছিলো।

রঞ্চির ড্রাইভ শট খেলাটা ভুল ছিলো না কিন্তু শেষের দিকে বলের ট্রাজেকটরি পরিবর্তনের জন্য বল ব্যাটের কোনায় লেগে হাওয়াতে উড়ে যায় এবং সাকিব ক্যাচটি লুফে নেয়।

২৮ ওভারের পর নাসির হোসেনের সাথে যখন ম্যাশ মোস্তাফিজকে দিয়ে একটি এন্ড থেকে রস টেলরের বিরুদ্ধে বল করায়, তখনও ফিজকে এরকম কিছু করার চেষ্টা করতে দেখা যায়।

৩০ ওভারের প্রথম দুতি বলের কথা যদি ধরি তাহলে দেখা যাবে, প্রথম বলটি অফের বাইরে ছিলো যেটা টেলর ছেড়ে দেয় এবং দ্বিতীয় বলটি ছিলো অনেকটাই রঞ্চিকে করা বলের ন্যায় যেটা টেলর একটু সাফেল করে অনসাইডে খেলতে যাচ্ছিলো কিন্তু শেষদিকে বলের ট্রাজেকটরি পরিবর্তনের দরুন ব্যাটের কোনা লেগে থার্ড ম্যানে চলে যায়।   

অফ ষ্ট্যাম্পের বাইরে থেকে বলের এহেন ট্রাজেকটরি পরিবর্তন পুরনো বলে দেখেছি কিন্তু নতুন বলে দেখিনি এবং বলে রাখা ভালো, বর্তমানের আইন অনুযায়ী একদিবশীয় ক্রিকেটে বল সহজে পুরনো হয় না।    

মোস্তাফিজের বোলিং আরমোরিতে নতুন কিছুর এডিশন হতে যাচ্ছে কি?

ধন্যবাদ

ফয়সাল সিজার 

Mashrafe Mortaza's captaincy was brilliant


Tom Latham is a flamboyant stroke-maker and a terrific accumulator of runs. Even when he is not able to deal with boundaries, he would fetch runs by rotating the strike. He would keep the fielders and captains guessing about the escalating run rate and if he is given a lifeline, mind you, he would go on to score big.

In the third ball of the sixth match of tri-series in Ireland, Nasir Hossain dropped an absolute dolly off Mashrafe Mortaza’s delivery which simply triggered anger among the fans and critics. At this level, an international cricketer should not drop such an easy catch, but New Zealand did not mind as Latham stitched a dangerous partnership with Neil Broom.

Both of them were scoring at almost six runs per over. While Broom played the role of a sheet anchor, Latham kept on cracking boundaries and maneuvered the strike regularly to keep the Bangladeshi fielders under pressure. A big score was on the cards and Mashrafe was searching for a breakthrough and kept on using his options, but Latham was like an unmovable object. It seemed, even an atom bomb could not deter him from scoring runs at six/over.

In the last ball of 28th over, Latham pivoted on the front foot and swung Mashrafe through the line to fetch a boundary in the cow corner of the field. New Zealand moved to 145 for 1 and was beautifully poised to script an assault in the death overs as they know, Bangladesh are not consistent enough in death overs.

Mashrafe attacked in the middle overs

Nasir Hossain, the villain of the day so far, provided the breakthrough in the first ball of 29th over as Broom tried to clear the square leg, but Mashrafe took the catch just above his head. Finally, the partnership was broken and Mashrafe did not wait further but thought of searching for wickets rather than defending. As, according to Imran Khan, if the wickets fall, automatically the run rate drops and such an attacking options help in a 50-over format more than stopping the flow of runs by setting a defensive field.

Mashrafe threw the ball to Mustafizur Rahman in the next over. His field setting was attacking and hinted, he was not interested in stopping the runs, but to fetch wickets at any cost.

 Fizz hardly looked to defend as he landed most of his deliveries on an attacking line and length. Two of the balls were wide of off so that Ross Taylor goes for the kill and fell in the trap while the others were in the middle- and-leg and the plan was to slant it away after landing and sqaure-up Taylor.

 That particular over pressurised Latham who thought of having a go in the next over where Mashrafe persisted with Nasir. Yet again, the field was attacking. Latham tried to play a shot on the onside casually, but Nasir disturbed his offstump and  Mashrafe’s ploy to attack started to work wonderfully.

Pressurising Taylor and Anderson

Corey Anderson joined Taylor and as both of them are absolute murders of the cricket ball. Mashrafe thought of keeping them under pressure so that he can dismiss one of them to halt the build up of another threatening partnership.


 Even though Fizz was bowling with an attacking intent and Nasir’s slowish offspinners made things tough, still, persisting with the same bowler against the aggressive stroke-makers, at times backfires as it may allow them to get used to the bowlers quickly and settle down easily.

Mashrafe thought of unleashing the combination of Shakib Al Hasan and Rubel Hossain from the 37th over. Shakib removed Anderson while Rubel was outstanding at the other end.


 In my opinion, Rubel is one of the best pace bowlers in the history of Bangladesh cricket and the finest options when the matter is about taking wickets and building pressure at the other end via an aggressive intent. He was fast and never stepped back in dishing out the short balls against Taylor while even in the middle overs, he was keeping the ball full in the middle and leg and at times he was delivering some half volleys to set the batsmen up. If leaking some runs tend to gift wickets, it’s not all a bad option.

Bangladesh stranglehold the Kiwis in the last ten overs

While New Zealand slowed the pace of the ball in the previous encounter against Tigers, Mashrafe thought differently. He only thought of attacking from both ends. In the last ten overs, Bangladesh’s bowling was all about an aggressive intent – mixing the deliveries smartly, but not lessening the pace and persist with an attacking field.


 Mash returned to bowl in the 42nd over and removed Jimmy Neesham while Shakib’s persistence with an attacking line and length helped to dismiss the dangerous Mitchell Santner. When the dangerous Colin Munro was dismissed by Mashrafe, New Zealand already lost its mojo to go big in the last five overs. Mashrafe still attacked in the last four overs by unleashing the Rubel and Fizz combination with an attacking field. New Zealand could add only 22 runs, which was not enough by their standards.

Tamim Iqbal and Sabbir Rahman made the chase an entertaining and almost a cakewalk until and unless the Bangladesh middle-order made the weather heavy, but in the en, Mushfiqur Rahim and Mahmudullah Riyad did not let any damage to happen.


It was Bangladesh’s first ever win against New Zealand away from home and it might not have been possible had Mashrafe’s attacking captaincy not halt the New Zealand power-hitters in the middle and death overs. 

Note: This article was published at Cricketsoccer on 25/05/2017 Mashrafe Mortaza’s captaincy was brilliant

Thank You
Faisal Caesar  

Wednesday, May 24, 2017

অতঃপর, চিকিৎসক সমাজকে আবারো সেই 'মামু'ই হতে হলো

সেন্ট্রাল হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহামতি প্রোক্টর মহাশয়ের মধ্যে সমঝোতা হয়েছে। বাংলা নিউজ ২৪-এর মতে নিহতরোগীর পরিবারকে সেন্ট্রাল হাসপাতাল মানবিক সহায়তা দিবে। নিহত মানে কি? রোগী মরলে কি তাকে নিহত বলে নাকি? বাংলাদেশের অনলাইন সাংবাদিকরা জীবনেও রেক্টিফাই হবে না। কুকুরের লেজ টানলেও সোজা হয় না। এরাও সোজা হবে না।

এদিকে, সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ মৃত আফিয়া জাহানের পরিবারকে যে মানবিক সহায়তা দিতে রাজি হলো, তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তানেরা যে চিকিৎসকদের মেরে তক্তা বানালো সেটার ক্ষতিপূরণ কি ঢাবির প্রোক্টর মহাশয় দিবেন? সেন্ট্রাল হাসপাতালের কর্তৃপক্ষ সেই ব্যাপারে কোন কথাই বললেন না কেন? কিসের ভয়ে এবং কাদের চাপে তিনি এরকম সিদ্ধান্ত নিয়ে আমাদের সবাইকে ছোট করলেন?

আমি বেশ কিছুদিন পূর্বে বলেছিলাম, সব আন্দোলনেই শেষমেষ এই চিকিৎসকদেরকেই মামু হতে হয়। আবারও মামু হলাম। শুধু আমি না। গোটা চিকিৎসক সমাজই মামু হয়েছে।

যদি সেন্ট্রাল হাসপাতাল এবং অভিযুক্ত চিকিৎসকরা পাল্টা মামলা করতেন তাহলে বলে আইনি জটিলতা হতো। আমি আইনের বিশেষজ্ঞ নই তাই বুঝতেও পারিনি কি জটিলতা হতো। কিন্তু মন বলে পাল্টা মামলা করলে হয়ত ভালো হতো।

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় প্রফেসর এবিএম আব্দুল্লাহ স্যার ছাড়া আদালত হতে জামিন প্রাপ্ত বাকি সাতজন হলেন ডাঃ এ,এস,এম মাতলুবুর রাহমান, ডাঃ মুর্তজা, ডাঃ কাসেম ইউসুফ, ডাঃ মাসুমা পারভিন, ডাঃ মাকসুদ পারভিন, ডাঃ জাহনারা বেগম মোনা এবং ডাঃ তপন কুমার বৈরাগী। খুবই অবাক লাগছে এই ভেবে যে এখন পর্যন্ত এদের কাছ থেকে কোন বক্তব্য আসেনি কিংবা এদের থেকে কেউই সোশ্যাল মিডিয়া কিংবা চিকিৎসকদের ওয়েবসাইট গুলোতে কোন কথা কেউ বলেনি। এরা চুপ কেন? নাকি এদেরকে চুপ থাকতে বলা হয়েছে?

এই ডামাডোলের মধ্যে কি হয়েছে? ম্যাটসের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের ব্যাপারে আশার আলো দেখছে এবং ঐদিকে সেই কালো স্বাস্থ্য আইন কোনদিকে যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। আরও কি, কি হয়েছে কে জানে?

কোথাও কাহিনীর সূত্রপাত ঘটলে এবং সেটা একটি ইস্যুতে পরিণত হলে, শুরু হয় জটিল এবং কুটিল খেলা যেটা বোঝা আমাদের মতো সাধারণদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আমরা কিছু আঁচ করতে পারি কিন্তু এই খেলা গুলোর সমাপ্তির যে রেষ সেটার হ্যাংওভার কিন্তু অনেকদিন টানতে হয়। যদিও আরও একটি ইস্যু এসে সেই হ্যাংওভারকে সরিয়ে নতুন হ্যাংওভার উপহার দিয়ে যায়।

সব খেলাতেই পর্দার পেছনে কাহিনী থাকে। এই খেলাতেও আছে। যারা সামনে এত গর্জন দিলো হয়ত তারাই পর্দার আড়ালে থেকে সবকিছু ফিক্সকরেছে।

কে জানে?

ধন্যবাদ

ফয়সাল সিজার 

Saturday, May 20, 2017

Mustafizur 'Changed' Rahman


The Bangladesh captain Mashrafe Mortaza did not throw the ball to Shakib Al Hasan after the end of first over. He opted for such in the last game which did not fetch expected results. It’s always ideal to make the best use of new ball with your pace bowlers and when the conditions are suited for seam and swing, using a spinner was not an appreciative move. Thus, in the fourth match against Ireland, the second over of the day was bowled by Mustafizur Rahman aka Fizz, who hinted about coming back to his old self against New Zealand.

Mustafiz’s first ball of the day was just too good for the eyes. Paul Stirling, instead of getting behind the line, pivoted on the front foot and defended the ball back to the bowler. It was a delivery which swung back into Stirling and caught him in two minds of whether to play forward or back. The second ball was another inswinger which posed a threat by swinging back further, but somehow, Stirling managed to play it on the onside.

Mustafiz ran for the third delivery. His grip was not facing towards the leg slip, but first. He dragged the ball wide in and around middle and off stump – it swung late after landing and was leaving the batsman. Stirling thought of playing it on the onside again but misread the line. The ball took his outside edge and flew towards the short third man.

Mustafiz started off with a wicket-maiden and then he went on to dismiss three more Irish batsmen. He gave the Bangladeshi bowlers the much-needed boost and they kept on fetching wickets at regular interval to dismiss the hosts for just 181. Tamim Iqbal and Soumya Sarkar finished the formalities in style with almost 20 overs to spare as Bangladesh registered their first ever win in this series.

The fascinating thing about Fizz’s bowling today was his ability to move the ball skilfully. In Bangladesh and throughout the world, he is more popular about his cutters. But one could not notice any of his deliveries to cut back in or away at Dublin today. His bowling was about; a basic action, a perfect wrist position, subtle differences in grip and variations while releasing the ball.

Then, while delivering the ball one could also notice changes in his action – a copy book style of swinging the ball. While bowling the outswing, Fizz released the ball fractionally from behind the ear, hand and body always stayed on line with a full and complete follow through. And, when he brought the ball back in, he was releasing it in front of the head with the hand pushed over the ball. He let his wrists do as much as curving as possible.

Moreover, today, he was seen to run in towards the wicket with a long run up and generate decent pace to surprise the batsmen.



Such things are a huge positive for Bangladesh.

When Mustafiz turned the world upside down with his cutters in the home series against India and South Africa two years ago, his bowling lacked enough speed and movement. Without pace and movement, it’s always tough to bag wickets on the slow decks of subcontinent. But still, Fizz could set jitters in the Indian and South African batting line-up. He used to deliver his slow offcutters with a quick arm action and even he was not bowling the cutters, he changed the pace of the ball with a quick arm. Now, this ability to change the pace of the ball with a quick arm action was something unique and made Fizz one of the toughest customer in the business and baffled the batters more often.

But in the age of technology, it’s always an easy task to fathom the mastery of any batsmen and bowler. In that sense, Fizz was needed to add more variations in his armoury to establish himself and prove everyone, he is not a one-season wonder.

A shoulder injury scripted a six-month break and it also sowed the seeds of fear in the mind of many fans. They thought this injury might hamper him in the long run. Mustafiz did return in the series against New Zealand, but he was a lost soul. He gave the glimpse of his magic in the second Test at Colombo where he broke the backbone of Sri Lankan batting line-up with late swing. But still, he was not someone consistent with the ball.

Thankfully, Fizz is hinting of a great comeback through this tri-series.  His bowling is not only about delivering the slower offcutters and change of pace, but it is more about skill and the art of swing. I am sure, the physio, bowling coach Courtney Walsh and head coach Chandika Hathurusingha have done a lot of hard work to deliver Bangladesh this changed Mustafiz.

In an era when swing bowling is a rarity, Mustafiz’s swing will be a great welcome for the fans all around the world.

Note: This article was published at Cricketsoccer on 19/05/2017 Mustafizur 'Changed' Rahman

Thank You

Faisal Caesar 

Thursday, May 18, 2017

Bangladesh need to act smartly while batting in the last ten overs


Modern day batting in one-day cricket

Over the years, batting in the 50-over format has changed a lot. In the 80s and early 90s, batsmen used to see off the new ball in the first ten to fifteen overs and waited for the hammer and tongs at the bowling in the death overs. From the mid 90s, the scenario started to change. With the tracks heavily favouring the batsmen and rules more suited towards the willow-wielders, having a go at the bowlers in the first ten to fifteen overs became one of the best options for the last twenty years.  And in this era of Twey20 and heavy bats, destroying the new ball bowlers is not a risk-taking option anymore, but a routine work.

But still, at times, the conditions and situation matter when composure is mo
re demanded than early onslaught. In such cases, if a team tends to lose early wickets and conditions favouring the bowlers, a batting team needs to emphasise on caution and wait for the last ten overs to accelerate the run rate. According to modern powerplay rules, maximum five fielders are allowed to field outside the 30-yard circle and it is quite tough to unleash the brute force, but one must not forget, there is always a way to push the run rate under such circumstances.

Inconsistent Bangladesh batting in last ten overs

Bangladesh are one of the most improved sides in limited-overs cricket these days, but still in some areas they need invest more brains rather than heart. Since the last ICC World Cup, one can notice their ability to tonk the new ball bowlers, but when it the situation is about acting smartly in the last ten overs, they have always been found wanting.


 Over the last couple of one-day international (ODI) series, Bangladesh have not been consistent performers with the bat in last ten overs. In the first ODI against England at Mirpur, they collapsed against Jake Ball despite being in a very good position while in the third at Chittagong, they lost their way after forty overs. On occasions, when Bangladesh did rediscover their true batting mojo in death overs, they went on to win. One cannot forget Bangladesh’s smart batting in the second ODI against England last year when they stabilized the innings from a hopeless 169 for 7 and in the first ODI against Sri Lanka at Dambulla this year when a brutal display nailed the Lankans.

Bangladesh failed to accelerate in last ten overs at Dublin

At Dublin, in the third match of tri-series against New Zealand, Bangladesh boldly accepted Tom Latham’s invitation to bat first on a seaming track and New Zealand-like condition.  Tamim Iqbal and Soumya Sarkar went berserk against Hamish Bennett and Seth Rance. The open pair posted 72 runs in just fifteen overs by scripting superbly timed strokes and slog-shots to put Latham on the backfoot.


 But the Kiwis struck through Jimmy Neesham, Ish Sodhi and Mitchell Santner. All of a sudden, the Bangladesh innings lost its momentum as they lost four wickets for sixty runs. Mahmudullah Riyad and Mushfiqur Rahim took the responsibility of arresting a collapse and stitched a very important partnership of 64 runs for the fifth wicket. Mushfiq departed in the 38th over and twelve overs were remaining and with hitters like Mosaddek Hossain, Mehedi Hasan and Mashrafe Mortaza yet to come, it was expected Bangladesh would push hard to post a challenging total in 50 overs.

 But in the remaining overs, Bangladesh failed to unleash the expected onslaught and kept on losing wickets. They posted 257 for 9 in 50 overs which was never going to test the Kiwis who are known to chase totals very well over the years. And when the conditions are more suited to them, they are almost unstoppable. For the last three years, they boast a run rate more than six runs/over while chasing totals and were hardly hampered by a tough asking rate. Moreover, they do such things in a commendable fashion. Teams like India, Sri Lanka, England, Australia and Pakistan have experienced their might and thus, Bangladesh’s total was almost a cakewalk for them.

What Bangladesh needed to do? 

 The New Zealand bowlers took the pace off the ball in the last ten overs. They out thought Mahmudullah and Mosaddek by mixing each and delivery. The Bangladesh batsmen went for the slog shots most of the times and failed to essay big hits. What Bangladesh needed to do was rotate the strike more and try to take singles and couples as much as possible to pressurise the in-field and force Latham to protect the in-field by leaving gaps in the outfield, which would have helped the power-hitters from Bangladesh to have a go at the bowlers. But trying to focus only on big hits didn’t pay rich dividends for the Tigers.


 When the opposition bowlers take the pace off the ball in death overs, the smart way is to invest faith in strike rotation and hit boundaries when the in-field feels the pressure. Bangladesh need to act smartly in future.

Lastly, I noticed the Bangladesh bowlers out fo sorts while bowling. They bowled in patches and the fielders lacked the intent to chase the ball and stop the singles and couples. Since the end of Sri Lanka tour, Bangladesh have not played enough international cricket. In that sense, they had adequate rest for this tri-series. But their out-of-sorts body language was surprising and won’t help them to dream big in the upcoming Champions Trophy in England.

Note: This article has been published at Cricketsoccer on 18/05/2017 Bangladesh need to act smartly while batting in the last ten overs


Thank You

Faisal Caesar