Friday, October 6, 2017

জাতীয় দলকে অনুপ্রাণিত করার মত কোন ফুটবলার লিওনেল মেসি নন


দক্ষিন আমেরিকার বিশ্বকাপ ফুটবল কোয়ালিফাইয়িং যেন চরম নাটকীয় মোড় নিয়েছে। সবচেয়ে বড় বিপদে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মূল সমস্যা হলো লিওনেল মেসির উপর অতিমাত্রায় নির্ভরতা। আমি ২০০৫-এ ও বলেছি এবং এখনও বলছি, মেসি ম্যারাডোনার ন্যায় ওয়ান ম্যান শো  টাইপের ফুটবলার নন। জাতীয়দলকে অনুপ্রাণিত করার মত কোন কোয়ালিটি তার নেই যেটা ম্যারাডোনা কিংবা মারিও ক্যাম্পাসের ছিলো।  

আর্জেন্টিনার না আছে মধ্যমাঠ না আছে কোন নাম্বার নাইন। দিবালা একজন ওভাররেটেড ফুটবলার। সে পাবলো আইমারের ধারে কাছে ও যায় না। বার্সেলোনাতে মেসিকে জাভি এবং ইনিয়েস্তা মধ্যমাঠ থেকে এবং ডানে উইং ব্যাক থেকে দানি আলভেস যা সাপোর্ট দিয়েছে সেই মানের কোন ফুটবলার আর্জেন্টিনার নেই। হ্যাঁ, নেই। যারা আছে তারা ক্লাব নির্ভর এবং এদের বাদে যা আছে তারা নিতান্তই মাঝারি মানের। 

সমস্যা হলো ব্রাজিলের সমর্থকরা সত্য স্বীকার করতে জানে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা সত্য মানতে চায় না। ডুঙ্গার সময় কিংবা সোলারির সময় করা ভুল গুলো আমরা অকপটে স্বীকার করে নিয়ে টুইটারে নিয়মিত সিবিএফকে কনস্ট্রাকটিভ টুইট করতাম। আমরা এক নেইমার ইউফোরিয়াতে ভুগি না। দলের ভালোর জন্য দরকার হলে নেইমারকে বাদ দিতে হলেও একজন ব্রাজিল সমর্থকের কিছু আসে যায় না। কিন্তু আর্জেন্টিনার সমর্থক এবং অফিসিয়ালদের দল নয় মেসি দরকার কারন সে দলকে জেতাতে না পারলেও সে স্পন্সর এবং পয়সা দেয়। 


আমি খুব করে চাই আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করুক। কারন ওদেরকে ছাড়া বিশ্বকাপ জমবে না। তবে সেটার জন্য আর্জেন্টিনাকে মেসির উপর নির্ভরতা কমাতে হবে। মেসি বার্সেলোনাকে অনেক কিছু দিলেও আর্জেন্টিনাকে কিছুই দিতে পারবে বলে আমার কখনো মনে হয়নি।

ধন্নবাদ 
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment