Sunday, October 29, 2017

যতদিন পর্যন্ত না বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা মূলক হচ্ছে ততদিন পর্যন্ত ফলাফল এরকমই হবে


দক্ষিন আফ্রিকা সিরিজের ক্ষত সারাতে আসছে বিপিএল। এখান থেকে কিছু বিলো-এভারেজ ক্রিকেটার গজাবে যাদেরকে ওভাররেট করা হবে এবং জাতীয় দলে নেবার জন্য তাগাদা দেওয়া হবে। কিন্তু মূল সমস্যা নিয়ে কেউই কথা বলবে না। বিসিবি বস এবং কর্মকর্তারা একটি সার্কাস শো আয়োজন করতে যে সময় এবং অর্থ ব্যয় করেন সেটা যদি এই দেশের ভঙ্গুর প্রথম শ্রেণীর ক্রিকেটে করতেন তাহলে হয়ত দক্ষিন আফ্রিকাতে এরকম দুর্দশা হতো না।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিন আফ্রিকাতে ভালো পারফর্ম করতে হলে প্রথম শ্রেণীর ক্রিকেটের মান অনেক প্রতিযোগিতা মূলক হওয়া বাঞ্ছনীয় কারন শক্ত প্রতিযোগিতা জেতার মানসিকতা এবং ভালো মানের ফিটনেস লেভেল তৈরি করে এবং বাইরের দেশে ক্রিকেটের সব বেসিকের সাথে চাই শক্ত টেম্পারমেন্ট এবং ফিটনেস লেভেল। দুঃখজনক হলো, আমাদের ক্রিকেটারদের সেটা তৈরি হয় না।

কারন, বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেট এখনও একটি পিকনিক স্পট ছাড়া আর কিছুই না। আপনি কি মনে করেন ভারত এত ভালো দল শুধু পয়সার জোরেই হয়েছে? একদম না। ওখানকার রঞ্জি ট্রফিতে যে মানের প্রতিযোগিতা হয় সেটা জেতার মানসিকতা তৈরি করে দেয়। সেই সাথে ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের ফিটনেসের উপর যে কাজ করে সেটার ধারেকাছেও আমরা নেই।

***
আমরা অনেকদিন ধরে বলে আসছি, ভালো দল গুলোর সাথে আমাদেরকে বেশী খেলতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে অনেক কম খেলা দেওয়া হয়...ইত্যাদি অনেক অভিযোগ। কিন্তু এই মৌসুমে তো আমরা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছি কিন্তু আমরা কি আমাদের টেম্পারমেন্ট এবং ফিটনেস ধরে রাখতে পেরেছি?

না পারিনি।

ভালো দলের সাথে বেশী ম্যাচ খেলতে চাইলে এবং তাদের দেশে ট্যুর করে সাফল্য পেটে হলে শক্ত টেম্পারমেন্ট এবং ভালো ফিটনেস থাকা চাই এবং এটা পাড়ার বিপিএল, টি২০ কিংবা টি১০ খেলে তৈরি হয় না বরং প্রথম শ্রেণীর ক্রিকেটের একটি শক্ত কাঠামো থেকে তৈরি হয়।
যতদিন পর্যন্ত না আমাদের দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা মূলক হচ্ছে ততদিন পর্যন্ত ফলাফল এরকমই হবে। যতদিন না আমরা টেস্ট এবং চারদিনের ম্যাচ খেলাকে সিরিয়াসলি নিচ্ছি ততদিন আমাদের ক্রিকেটারদের শক্ত টেম্পারমেন্ট, জেতার মানসিকতা এবং ভালো ফিটনেস তৈরি হবে না এবং পাইপলাইনে ভালো, ভালো রিপ্লেসমেন্ট আসবে না।
***

যেই দেশের সেরা খেলোয়াড় টেস্ট খেলা থেকে বিরতি নেয় সীমিত ওভারের ক্রিকেটে সেরাটা দেবার জন্য সেই দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শংকিত হই। বিশ্রাম থেকে ফিরে এসে সাকিব কি করেছে? কিছুই করতে পারেনি। আমি একজন সাকিব ভক্ত কিন্তু তাই বলে সাকিবের সব কাজকে জাস্টিফাই করতে পারি না। ঠিক সেভাবে, আপনিও কারও ভক্ত হতে পারেন কিন্তু তাই বলে তার সব কাজের সমর্থন দেবেন এটাও ঠিক না। আবার, কাওকে রেট করার পূর্বে দেশপ্রেমে অন্ধ হয়ে ওভাররেট করলে সেটা ভালো কিছুই বয়ে আনে না।

ধন্যবাদ
ফয়সাল সিজার

No comments:

Post a Comment