Friday, November 17, 2017

হায় রে বিপিএল!

যে কোন টি২০ লীগ যে জুয়ার আসর ছাড়া আর কিছুই না সেটা সেই ২০০৯ সাল থেকেই বলে আসছি। আর বিপিএল নিয়ে কি বলব? যখন কাওকে এই থার্ড ক্লাস টুর্নামেন্টকে খুব হাইলাইট করতে দেখি তখন খুবই বিরক্ত হই। এরা জেনে শুনে একটি জুয়ার আসরকে কিভাবে প্রমোট করে?

প্রথম আলোর মতে, "এরই মধ্যে ৭৭ জন জুয়াড়িকে ধরেছে বিসিবি। এর মধ্যে বাংলাদেশের ৬৫ জন। ১২ বিদেশি জুয়াড়ির ১০ জনই ভারতীয়। সবাইকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। কিন্তু দেশে ক্রিকেট জুয়া নিয়ে আইন না থাকায় তাঁদের বিরুদ্ধে মামলা বা সাধারণ ডায়েরি করা যায়নি"।

দেখ অবস্থা! আরও কয়েকদিন পর তো বিপিএল নামক এই জুয়ার আসর নিয়ে টিনএজ বয়সের ইয়ো-ইয়ো জেনারেশনদের মধ্যে খুনাখুনি শুরু হয়ে যাবে।
আর, ক্রিকেট জুয়া নিয়ে যদি আইন না থাকে তাহলে সেটা কি প্রনয়ন করা যায় না? নাকি প্রণয়ন করার ইচ্ছে নেই।

বাংলাদেশ ক্রিকেটে বিপিএল নামক জুয়ার আসর এখন পর্যন্ত কি দিয়েছে? হ্যাঁ, আগে ম্যাচ ফিক্সিং-এ বাংলাদেশের নাম জড়ানো ছিল কিন্তু বিপিএলের কল্যাণে এটাও হয়ে গিয়েছে।


দেশপ্রেমের কথা তুলে জুয়াকে যারা প্রমোট করছে তারা মুখোশধারি শয়তান ছাড়া আর কিছুই না। কারন বিপিএলের জুয়ায় এরাও জড়িত আছে বলে মনে করি।

ধন্যবাদ 
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment