Friday, September 22, 2017

মালা মুখার্জি এবং সেই ঐতিহাসিক ছবি


১৯৮৬ সালে মালা মুখার্জি ভারতের কৃষ্ণমূর্তি ফউন্ডেশনের ফটোগ্রাফির শিক্ষিকা ছিলেন। মাদ্রাসের তীব্র গরম উপেক্ষা করে উনি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টের পুরো পাঁচদিন মাঠে উপস্থিত থেকে ম্যাচটি দেখেছিলেন। উনি মাদ্রাস ক্রিকেট এ্যাসোসিয়েশনের একজন আমন্ত্রিত অতিথি ছিলেন। পঞ্চমদিনের সেই ঐতিহাসিক মুহূর্তে তার ক্যামেরার ফিল্ম শেষ হয়ে যায়। উনার মন বারবার উনাকে এই বলে তাড়া দিচ্ছিলো, ঐতিহাসিক কিছু একটা ঘটতে যাচ্ছে আর তাই উনি, দূরদর্শনে কর্মরত উনার এক বন্ধুর কাছ থেকে ফ্লিম ধার করেন এবং মাদ্রাসের পড়ন্ত বেলায় এই ঐতিহাসিক ছবিটি তুলেন।

ধন্যবাদ 
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment