Monday, September 14, 2015

অভিনন্দন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, অভিনন্দন শেখ হাসিনাকে



আন্দোলন সফল করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিনন্দন। একটি আন্দোলন যে শান্তিপূর্ণ ভাবে হতে পারে সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখিয়ে দিলো। আন্দোলন মানেই যে গোলাগুলি, বোমাবাজি, গাড়ি ভাংচুর কিংবা কোন রাজনৈতিক দলকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টি করা না সেটা মনে হয় কিছু নিচু মনের মানুষদের মাথায় ঢুকেছে। 

এই সরকার কঠিন হৃদয়ের নয়। জনগন যদি কথা বলতে চায় তাহলে এই সরকার তাদের কথা শুনতে ইচ্ছুকসুপিরিয়োরিটি কমপ্লেক্সে এই সরকার আক্রান্ত নয় এবং পিছিয়ে যাওয়াকে উনারা দুর্বলতা ভাবেন না। দেশ এবং জাতির কথা তারা ভাবেন। এই সরকার চায়, দেশের জনগন তাদের কথা নিজেরা বলুক, কোন ফেসবুক কিংবা টকশোর সেলেব্রিটি অথবা সুশীল নয়। একজন সুশীল কিংবা ফেসবুক সেলেব্রিটি জনগনকে প্রতিনিধিত্ব করে না।   
 
যারা বসে, বসে ভাবছেন যে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর রেশটাকে অন্যদিকে ধাবিত করার জন্য সরকার এই ইস্যুকে কাজে লাগিয়েছে তাহলে বলতেই হয় তাদের মস্তিস্ক রাজনৈতিক জীবাণুর আক্রমনের কারনে ক্ষয়ে যাচ্ছে। কোন সরকারই পারফেক্ট নয় তবে সব সরকারেরই ভালোমন্দ দিক থাকে। ভালো দিক গুলোর প্রশংসা করলে আপনি ছোট হয়ে যাবেন না। 

পরিশেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ!  

ধন্যবাদ
ফয়সাল সিজার     

No comments:

Post a Comment