Wednesday, May 4, 2016

বৃষ্টির কল্যাণ এবং না খেলেই কি বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উন্নতি করবে?




টেস্ট র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় ধরেই ফেলল বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর কাল প্রকাশিত সর্বশেষ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান মাত্র ৮। ৬৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে তালিকার ৮ নম্বরে। বার্ষিক হালনাগাদের পরও আগের মতোই ৯ নম্বরে থাকলেও বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ১০টি।

বাংলাদেশ সুফল পেয়েছে গত বছরের ১১ মের পর খেলা তিনটি টেস্টই ড্র করায় এবং ২০১২-১৩ মৌসুমের ফল হিসাব থেকে বাদ যাওয়ায়। ওই সময়ে তিনটি সিরিজের দুটিতেই ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ, শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই সিরিজ ড্র করেছিল। ওই সময়ে জেতা তিনটি সিরিজের পয়েন্ট খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ

সূত্রঃ প্রথম আলো

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় ধরেই ফেলল বাংলাদেশ” – কিভাবে প্রায় ধরে ফেলল? বৃষ্টির কল্যাণে? এটা কি খুশী হবার মতো কিছু? বাংলাদেশের ক্রিকেটের তথাকথিত থিঙ্ক ট্যাঙ্ক গুলো কি এভাবেই টেস্টে উন্নতি করতে চায়? তদুপুরি, কোন টেস্ট না খেলেই কি বাংলাদেশ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠে যাবে? আগামীতে আমরা কাদের সাথে টেস্ট সিরিজ খেলব সেটা কি জানি? বলতে গেলে, টেস্ট নামক যে একটি ফরম্যাট আছে, সেটি আমরা ভুলেই গেছি।   

আপনারা টেস্ট ক্রিকেট নিয়ে অনুৎসাহিত হলে ১৯৯৭ সালের পর টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য এত লাফালাফি করেছিলেন কেন? টি২০ ক্রিকেটে সেরা এবং প্রতিবছর বিপিএল নামক ভাঁড় মার্কা টুর্নামেন্টের আয়োজন করে ম্যাচ ফিক্সিং করার জন্য?  

এই দেশে কিছু বলদ স্পোর্টস কলামিস্ট এবং বিশেষ-অজ্ঞ  আছে যারা এটা বুঝে না যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস না পেলে আজকে  আমারা একটি এসোসিয়েট ক্রিকেট নেশন হিসেবে গণ্য হতাম। একটি টেস্ট নেশন হবার জন্যই আমরা প্রতিবছর বিভিন্ন দেশের সাথে সিরিজ খেলার সুযোগ পেয়েছি এবং সেই সাথে ধীরে, ধীরে উন্নতি করতে পারছি। যখন দেখি, আমাদের বোর্ড টি২০ খেলার জন্য টেস্ট সিরিজকে বাদ দিয়ে দেন তখন ভাবি, আমরা কি আসলেই টেস্ট স্ট্যাটাস পাবার যোগ্য ছিলাম? 

আমি আবারও বলি, টেস্ট ক্রিকেটে ভালো না খেললে আমাদের সঠিক উন্নতির প্যারামিটার বোঝা যাবে না এবং টেস্টে উন্নতি করতে হলে আমাদেরকে এটার গুরুত্ব বুঝতে হবে। এই দেশের সংবাদপত্র এবং টিভি চ্যানেল গুলোতে টেস্ট ক্রিকেট নিয়ে বেশী, বেশী কথা বলতে হবে। এখন পাশের দেশে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব না দিলে আমাদেরকে ও সেই পথে চলতে হবে, এটা তো বানরের মতো হয়ে গেল। কারন অনুসরন করে মানুষ এবং অনুকরন করে বানর। 

আসলেই কি পাশের দেশ টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেয় না? সবাই জাতে মাতাল তালে ঠিক। আমারাই শুধু সার্কাস শো নিয়ে মেতে থাকি। সাব্বির রাহমানের বিগ হিট  আমাদের চোখে পড়ে কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং কাভার দিয়ে সাব্বির যেসব গ্রাউন্ড শট খেলে সগুলো নজরে আসে না কারন টেস্ট ক্রিকেট কি সেটা এই দেশের কিছু সংখ্যক সেলিব্রিটি স্পোর্টস রিপোর্টার বুঝেই না। এদের ভুল মেসেজ একটা জেনারেশনকে নষ্ট করছে দিনের পর দিন।   
  
অস্ট্রেলিয়া টি২০-তে বাজে পারফর্ম করার পরও স্টিভ ওয়াহর কোন দুঃখ নেই কারন উনার কাছে টেস্টে পারফর্ম করাটাই বেশী গুরুত্ব বহন করে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা এবং উপমহাদেশ থেকে শ্রীলংকা ও ঠিক একই রকম চিন্তা করে। আমরা এরকম চিন্তা কেন করতে পারি না?   

ধন্যবাদ 
ফয়সাল সিজার  

No comments:

Post a Comment