Sunday, August 14, 2016

নিজের এনার্জিকে অপ্রয়োজনীয় কাজে অপচয় করা উচিৎ নয়




নিজের এনার্জিকে কিভাবে কাজে লাগানো উচিৎ সেটা নিয়ে একটা বয়সে সবারই ভাবা দরকার। বিশেষ করে যারা প্রতিকুল পরিস্থির সাথে লড়াই করছেন তাদের জন্য এটা খুবই জরুরী। তরুন বয়সে অনেক কাজেই নিজের এনার্জিকে অপচয় করা যায় কিন্তু ৩০-এর ওপরে বয়স চলে গেলে, পরিস্থিতি বিবেচনা করে নিজের এনার্জি খরচ করা উচিৎ। এই ক্ষেত্রে নিজস্ব কাজের প্ল্যানিংটা সেভাবেই করা উচিৎ যেন প্রতিকুল পরিস্থিতি আরও বেশী প্রতিকুল না হয়ে যায়। অর্থাৎ উটকো ঝামেলা যেন ঘাড়ে চেপে না বসে।

যে কাজে এনার্জি ইনভেস্টমেন্টের জন্য সময় অচয়ের সাথে, সাথে আপনার মন-এবং-মানসিকতার ওপর অহেতুক কুপ্রাব পড়বে সেগুলো এড়িয়ে চলা ভালো। যেখানে এনার্জি ইনভেস্ট করে আপনার কোন উপকারই হবে না সেখানে আপনি কেন এনার্জি অপচয় করবেন? 

আশেপাশের লোকজন কথা বলবেই কিন্তু কুকুর ঘেউ, ঘেউ করলেই কি আপনি সেটাকে খুব সিরিয়াসলি নিবেন? চলার পথে সবার মন রক্ষা করা কিংবা তথাকথিত সামাজিকতা রক্ষা করতে গিয়ে আপনি কতবার মানসিকভাবে পিছিয়ে গিয়েছেন সেটা কি একবারও ভেবে দেখেছেন? 

যেসব লোক আপনাকে নিরুৎসাহিত করবে কিংবা সর্বদা ছোট করে কথা বলবে, তাদের জন্য আপনার এনার্জি খরচ করার দরকার কি? 

যাদের বয়স ৩৫-এর ওপর কিন্তু পিছিয়ে আছেন, তাদের কোন মতেই সেসব কাজে সময় নষ্ট করা উচিৎ না, যেটা তাকে কোন বেনিফিট দিবে না। 

আমি কিংবা আপনি পিছিয়ে আছি এবং আমরা পরিস্থির শিকার যেটা শুধু আমি, আপনি এবং আমাদের বিধাতা বুঝবেন। অন্যরা এটা নিয়ে আপনাকে অপমান করা ছাড়া আর কিছুই করবে না। তাদেরকে আরও বেশী অপমান করতে দিন। উনাদের কথার ভলিউম আরও বাড়াতে দিন। কিন্তু আপনার পথ চলা যেন থেমে না যায়। ওদেরকে নিয়ে চিন্তা করে আপনার সময় নষ্ট করা একদম উচিৎ নয়।  
  
পথটা অনেক কঠিন। অনেক দূর যেতে হবে। অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। 
নিজেরদের আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি হলো আপনার এবং আমার বড় সম্বল। আর তাই তো এই দুটোকে সঠিক ভাবে কাজে লাগানো উচিৎ এবং কোনভাবেই ফালতু কাজে অপচয় করা উচিৎ নয়।     

ধন্যবাদ 
ফয়সাল সিজার            

No comments:

Post a Comment