Friday, March 9, 2018

যেখানে গ্রহণযোগ্যতা নেই, সেখানে সময় অপচয় করার দরকার কি?



আপনার গ্রহণযোগ্যতা কোথায় আছে কিংবা নেই অথবা কে কোথায় আপনাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে সেটা আপানাকে বুঝতে হবে। যাদের কাছে কিংবা যেখানে আপনার গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা নেই সেখানে যাবার এবং সেসব ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখার কোন প্রয়োজন দেখি না। এসব জায়গায় যাওয়া এবং ব্যক্তিদের সাথে চলাচলের সবচেয়ে বড় সমস্যা হলো, এরা কখনও আপনার মনবলকে শক্ত হতে দেবে না।

এখন মনে করুন, কোথাও আপনার গুরুত্ব এবং গ্রহনযোগ্যতা নেই তাহলে কি করবেন? সে ক্ষেত্রে অসামাজিক হওয়া ভালো এবং নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করে যাওয়া উচিৎ। আপনার নিজের তৈরি জগৎ আপনাকে যা দেবে সেটা সামাজিকতা দেবে না। আমার যদি আমার নিজের তৈরি করা জগৎ থেকে এগিয়ে যাবার যোগ্যতা থাকে তাহলে আমি কেন সামাজিকতা নামক বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াব?

সামাজিকতাকে বুড়ো আঙ্গুল দেখানোর উপকারিতা হলো, নিজের মধ্যে একটা আলাদা ধরনের আত্মবিশ্বাসের জন্ম দেওয়া যেটা কোন কিছু গায়ে মাখতে কিংবা পরোয়া করার ধার ধারে না। আপনি নিজের রাস্তায় নিজের মত করে চলবেন।

নিজের সময় এবং শ্রম এমন কিছুতে ইনভেস্ট করা উচিৎ যেটা ইনরিটার্ন আপনাকে কিছু দেবে। এখন ইনরিটার্ন আপনি কি পাচ্ছেন সেটাও সবাইকে দেখানোর দরকার বলে মনে করি না।


ধন্যবাদ
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment