Saturday, March 10, 2018

বাংলাদেশের এরকম বিষাক্ত সমাজ ব্যবস্থার জন্য আপানারই দায়ী


বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজের কমেন্ট সেকশনে আজেবাজে মন্তব্যকে প্রশ্রয় দেবার জন্য দায়ী কারা? কেউ কি একটিবার এই প্রশ্নটি করেছেন? ২০১২-এর পর থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার পরিবেশ যখন তথাকথিত কিছু দেশপ্রেমিক, সুশীল এবং দলকানা ব্যক্তিদের মুরিদদের অশ্রাব্য গালিগালাজ এবং কটু মন্তব্যের কারনে দিনের পর দিন বিষাক্ত হয়ে যাচ্ছিল তখন কি একটিবারও আপানারা ভাবেননি যে এই ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়াও হতে পারে?

গালি দেওয়া এবং কটু মন্তব্য করাটা একটা খারাপ কাজ এবং খারাপ কাজকে উৎসাহ দিলে সেটা ঘুরেফিরে নিজের কাছেই ফিরে আসে। এই যেমনঃ জাফর ইকবালের উপর হামলা নিয়ে তার বিরুদ্ধে করা আজেবাজে মন্তব্য।একটা সময়ে, অনেক নির্দলীয় এবং সাধারন লোকেরা, রাজনীতি এবং ধর্ম নিয়ে এসব সুশীল এবং দলকানাদের করা মন্তব্য নিয়ে গঠনমূলক সমালোচনা করতেন কিন্তু বিনিমিয়ে তাদের কপালে জুটত গালি এবং নানা ধরনের ট্যাগ। এবং এই কাজকেই গুলোকে সাম্প্রদায়িক মন্তব্যেরপ্যাকেটে মুড়ে দিনের পর দিন উৎসাহ দিয়ে গিয়েছেন।

আপনি অন্যজনকে তার বাবা-মা এবং ধর্ম নিয়ে গালিগালাজ করবেন আর সে কি চুপ করে বসে থাকবে? আপনি বিনা অপরাধে একজনকে সাপম্রদায়িক বলে ট্যাগ দিবেন আর সে কি নাস্তিক বলে পাল্টা উত্তর দেবে না? আপনার আজেবাজে ব্যবহার তাকে শিখিয়েছে যেমন কুকুর তেমন মুগুর। এটা এমন একটা চেইন রিএক্সন তৈরি করেছে যেটা থেকে এই সমাজের বের হওয়াটা কঠিন হয়ে যাচ্ছে।

আপনারা ভিন্নমতকে উৎসাহ দেন কিন্তু আপনাদের কথার ফাঁকফোকর ধরলে সেটাকে ভিন্নমত হিসেবে গ্রহন করতে আপনাদের সমস্যা হয়। কেন? আপনার মতামতের বিপক্ষে মতামত দানকারী লোক কিভাবে একজন সাম্প্রদায়িক হিসেবে বিবেচিত হবেন? এবং তাকে গালিগালাজ করারটা কতটুকু যৌক্তিক?

একটা স্বাধীন দেশকে সন্ত্রাসি রাষ্ট্র, আফগানিস্থান কিংবা পাকিস্তান আপনারাই বলে বেড়ান এবং বাংলাদেশকে একটা সন্দেহ প্রবন দেশ হিসেবে আপনারাই দাঁড় করিয়েছেন। আসলেই কি আমাদের দেশ একটি সন্ত্রাসি পোষার রাষ্ট্র?আমি তোঁ মনে করি, বাংলাদেশ ইউরোপের যে কোন দেশের চেয়ে সেফ আছে। একজন সাধারন ও লজিকাল লোক এসব উদ্ভট চিন্তা করেই না। আপনারা করেন এবং করে, করে একটি বিষাক্ত গাছের জন্ম দিয়েছেন যা অক্সিজেন দেয় না। দেয় বিষ।

আপানারা একটা কথা প্রায়ই বলে থাকেন, “এমন দেশ কি আমারা চেয়েছিলাম”? হ্যাঁ, এরকম অস্থির এবং ঘুনে ধরা দেশ কেউই চায়নি কিন্তু এটার জন্য দায়ী কে?এর জন্য দায়ী আপনি হে সুশীল! হ্যাঁ, এরকম ঘুনে ধরা দেশ গড়ে তোলার পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশী। কারন আপনি সুশীল তাই গালি দিলে কিংবা অপকর্ম করলে সেটা বৈধ আর তাই তো অবৈধ কাজকে বৈধতা দিতে, দিতে কালের স্রোতে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে বিষাক্ত করে ফেলেছেন।এই বিষাক্ততার স্বাদ কিন্তু আপনিও পাবেন। অথবা পাচ্ছেন বলেই মনে হচ্ছে।


ধন্যবাদ
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment