Thursday, March 8, 2018

বাংলাদেশের নারীবাদীরা চুপ কেন?



আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের নারীবাদী বাদে সকল নারীদের সম্মান জানাই। সরি টু সে, বাংলাদেশের নারীবাদীরা রেসিস্ট, দলকানা আর স্টুপিড ছাড়া আর কিছুই নয়। পুরুষদের গালি দিয়ে, তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে কিংবা নারী স্বাধীনতার নামে পরকীয়াকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া কিংবা বেহাল্লাপনাকে প্রশ্রয় দেওয়া এবং শুধু বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া বাকি ইস্যুতে নারী অধিকারকে সদরঘাটে ফেলে রাখার দলকে নারীবাদী বলাটা নারীবাদী ব্যাপারটাকে অসম্মান করা ছাড়া আমার আর কিছুই মনে হয় না।



আপনি নারী হলে নিজেকে সম্মান করছেন কিনা সেটা আগে দেখুন। পুরুষদের হেয় করে আপনার লেভেল খুব বেশী উপরে উঠবে বলে মনে হয় না। কিংবা নারীবাদী হবার জন্য নিজের স্বামীকে গোলাম বানানোতেও কোন কৃতিত্ব নেই।


বাংলাদেশে নারীদের সম্মান কতটুকু আছে সেটা আজকের কিছু ঘটনা দেখলেই বোঝা যাবে। আশ্চর্যের ব্যাপার হলো, এই বিষয়ে নারীবাদীরা চুপ। তারা কখন চিল্লায় সেটা আরও একবার বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ।


যাই হোক, নারী দিবসে নিজের মা, বোন এবং বউকে শুভেচ্ছা জানাই। এবং সর্বশেষে, বাংলাদেশের দুই নেত্রী, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে জানাই শ্রদ্ধা। উনাদের নেগেটিভ সাঈড গুলোকে বাদ দিয়ে পজিটিভ ব্যাপার গুলো পর্যালোচনা করলে শেখার অনেক কিছু আছে। আফসোস, আমরা শিখতে চাই না।

ধন্যবাদ 
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment