Tuesday, March 13, 2018

গুরুত্বহীন পোস্ট



ভাই, সবাই তো নেপালের এয়ারপোর্টকে ধুয়ে দিচ্ছে ধোয়া ভালো কাজ বেশি ধুলে নিজেদের দোষ গুলো ঢেকে দেওয়া যায় কিন্তু দোষ ঢাকতে, ঢাকতে সেটার পরিণতি কি হয় তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন

নেপালের এয়ারপোর্ট বিপদজনক আনাড়ি লোকজনে ভর্তি কিন্তু আমাদের ইউ-এস বাংলার মান কি রকম ছিল? ATC কি এতটা অনভিজ্ঞ হবে? অনেকেই এই নেপালি এয়ারপোর্টের পূর্বের খারাপ অভিজ্ঞতার কথা বলছেন কিন্তু সেটা তো তার পাহাড়ি অবস্থানের জন্য, ATC জন্য কি? ATC রিলেটেড কিছু হলে শেয়ার করবেন

আর আপনি নেপালি ভাষার কথা গুলো শুনুন ভাই ওখানে টাওয়ার থেকে পাইলটের ডিসওরিয়েন্টেশনসের কথা বলা হয়েছে শুনেছি পাইলট অভিজ্ঞ সে এরকম হলো কেন?

ইউটিউবে কথোপকথন এর রেকর্ডকৃত অংশ শুনলে কনফিউসড হতে হয় ক্লিয়ার না কারণ অনেক জায়গায় বিচ্ছিন্নতা আছে সেটার উপর ভর করেও মতামত দেওয়া কঠিন

We can guess. But can't come to any conclusions.

হা, আমরা অনেকেই অনেক মতবাদ দিতে পারি কিন্তু সেটাকেই প্রতিষ্ঠিত করতে চাওয়াটা ঠিক হবে না একপেশে মতবাদ ভুল শোধরাতে সাহায্য করবেই না

রানা প্লাজা ধ্বসের পরও হেভিওয়েট মহলে আমি এতটা হাহাকার দেখিনি এই ব্যাপারে দেখছি এটা ভালো দিক কিন্তু হেভিওয়েটরা কোন কারণ ছাড়া হাহাকার করে না

আবারও বলি, এটা সাধারণ কোন ঘটনা না এটার পেছনে কাহিনী আছে

যাই হোক, ঘুমাই

মনটা খারাপ তাই পোস্ট দিয়েছি

গুরুত্বহীন পোস্ট!!!


ধন্যবাদ
ফয়সাল সিজার

No comments:

Post a Comment