Tuesday, October 6, 2015

এভাবে তো একটি রাজধানী চলতে পারে না!




মিরপুরের দিকে কোন রিক্সা কিংবা সিএনজি ভাড়া করলেই চালক কিংবা ড্রাইভার বলে উঠে যে সে ঢাকাতে নতুন এবং যে জায়গায় যেতে চাই সে জায়গা সে চেনে না। এরকম ঘটনা যখন বারবার ঘটে তখন মনে বেশ খটকা লাগে। শুধু মিরপুর নয়, ধানমণ্ডি এলাকাতে ও আমি এরকমটি দেখেছি। জীবন এবং জীবিকার তাগিদে ঢাকা শহরে অনেক নতুন লোকের আনাগোনা হয়েছে আর তাই হয়ত ইদানিং, রাস্তায় বের হলেই মনে হচ্ছে ঢাকার জনসংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এত লোকের আনাগোনার কারনে হয়ত ট্র্যাফিক জ্যামটা  ও ইদানিং অস্বাভাবিক ভাবে বেড়েছে। 

এত লোকের মধ্যে সবাই কি জেনুইন ঢাকাবাসী? সকালবেলা হাসপাতলে যাবার পথে যেসব বাসের আনাগোনা দেখি তাতে আমার তো মনে হয় আমাদের এই ঢাকা শহরে প্রতিদিন বাইরে থেকে অনেক লোক আসছে জীবিকার তাগিদে। এদের বেশীরভাগই শ্রমজীবী কিংবা কৃষক শ্রেণীর মানুষ। এমনিতেই নিজেদের লোকের ভিড়ে ঢাকার বেহাল অবস্থা তার ওপর আবার বাইরের লোকের চাপ। এত চাপ ঢাকা কতদিন সামাল দিতে পারবে? 

ঢাকাকে Decentralize করলে এর একটি ভালো সমাধান হবে। কিন্তু এই decentralization কথাটি আমি সেই স্কুল জীবন থেকে শুনে আসছি। এই ব্যাপারে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি আর ভবিষ্যতে নেওয়া হবে কিনা কে জানে? কিন্তু এভাবে তো একটি রাজধানী চলতে পারে না! প্রতিদিনের তীব্র যানজটে জীবন যে অতিষ্ঠ! 

ধন্যবাদ
ফয়সাল সিজার

No comments:

Post a Comment