Thursday, October 8, 2015

পুরুষদের গল্প গুলো অজানাই থাকে




বর্তমান বিশ্বে একজন নারীর কন্যা, স্ত্রী, বোন কিংবা মা হওয়ার গল্পটা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং এটা নিয়ে পত্রপত্রিকাতে অনেক লেখালিখি এবং টিভিতে অনেক আলোচনাও হয়। পরিবার এবং সমাজে তাদের সংগ্রামের গল্প গুলো অনেক হাইলাইটেড হয়। 

কিন্তু একজন পুরুষ কি পুত্র, স্বামী কিংবা বাবা হয় না? দৈনন্দিন জীবনে একজন পুরুষের ও সংগ্রামের গল্প থাকে। তার ও চাওয়া-পাওয়ার গল্প থাকে, থাকে অনেক কিছু হারাবার গল্প। এই গল্প গুলো পত্রপত্রিকাতে আসে না কিংবা মিডিয়াতে কেউ বলে না কারন আমাদের সমাজে পুরুষের চিত্রটি হলো একজন দানবের মতো। কেউ, কেউ ভুলে যায় সমাজে যদি দানবদের বসবাস থাকে তাহলে সেই সাথে দানবীদের ও কিন্তু বসবাস থাকে। 

পুরুষদের চাওয়া-পাওয়া, তাদের হারানোর শোকগাথা এবং সংগ্রামের গল্প গুলোর স্থান হয় পুরুষদেরই নিজস্ব জগতে যে জগৎ  সবারই অজানা। এক কাপ চা, জানালার ফাক দিয়ে বয়ে আসা বাতাস, সূর্যের এক চিলতে আলো, জ্যোৎস্নার সাদা চাঁদর এবং একরাশ নিঃসঙ্গতা এই জগতের সেরা বন্ধু।     

ধন্যবাদ
ফয়সাল সিজার                

No comments:

Post a Comment