Friday, March 11, 2016

এটা কি আন্তর্জাতিক ক্রিকেট না পাড়ার ক্রিকেট?


৪, ৫, ৭ কিংবা ১৫ ওভারের ম্যাচকে কি আন্তর্জাতিক ক্রিকেট বলা যায়? নাকি স্কুলে পড়ার সময় শুক্রাবাদের অলিগলিতে বিকেলবেলা আমরা চার-পাঁচজন মিলে যেই ক্রিকেট খেলাতাম সেটাকেই এখন আন্তর্জাতিক ক্রিকেট বলে চালিয়ে দেওয়া হচ্ছে? আন্তর্জাতিক ক্রিকেট এবং পাড়ার ক্রিকেট কি একই ব্যাপার? পাড়ার ক্রিকেটে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদেরকে কি মানায়? ক্রিকেট খেলাটা কি এতটাই সহজ?

উনারা টাকার জন্য যেভাবে পাড়ার ক্রিকেটকে জোর করে আন্তর্জাতিক ক্রিকেট বলে চালিয়ে দেবার চেষ্টা করছেন তাতে উনাদেরকে এক্সপার্ট না বলে বিশেষ-অজ্ঞ বলতে ইচ্ছে করছে। আসলে উনারা সেটাই।


বর্তমানে, আমার কাছে ক্রিকেটের বিশ্বায়ন ব্যাপারটি ফালতু মনে হচ্ছে। টি২০ নামক জোক দিয়ে ক্রিকেটের বিশ্বায়ন সম্ভব না। জিম্বাবুয়ে এবং বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা পেয়েছে, এটাই ক্রিকেটের বিশ্বায়ন। ক্রিকেট খেলাটি তখনই সার্থক যখন একটি দেশ টেস্ট খেলার সক্ষমতা অর্জন করে। জোর করে কিছু দেশকে, যারা জীবনে টেস্ট খেলতে ও পারবে না, তাদেরকে বিশ্বায়নের মিথ্যা মোড়কে মুড়িয়ে, পাড়ার ক্রিকেটে ধাতস্থ করে ক্রিকেটের কোন জাতীয় বিশ্বায়ন হচ্ছে এটা আমি ঠিক বুঝতে পারছি না। এসব টি২০ এবং হাতেগনা কিছু ৫০ ওভারের ম্যাচ খেলে আফগানিস্থান কিংবা আয়ারল্যান্ডের তেমন কোন উন্নতি হবে না, হচ্ছে ও না। ঐ জায়েন্ট-কিলার ট্যাগ নিয়ে সারাটা জীবন পাড় করে দিতে হবে।।       

ধন্যবাদ 

ফয়সাল সিজার 

No comments:

Post a Comment