Thursday, March 24, 2016

বাংলাদেশকে টেস্ট ক্রিকেটের উপর বেশী গুরুত্ব দিতে হবে


ক্রিকেট খেলাতে অনেক খুঁটিনাটি-সূক্ষ্ম বিষয় আছে। এই যেমন ব্যাটসম্যানের কয়েক সেকেন্ডের মুভমেন্ট বুঝে তাকে স্ট্যাম্পিং করা, কোন ব্যাটসম্যান প্রেশার ক্রিয়েট করলে তাকে কিভাবে প্রেশারে ফেলে আউট করতে হবে সেই ব্যাপারে ছক কষা, ব্যাটসম্যানের মুড বুঝে বোলারকে পপিং ক্রিজ ব্যাবহারের পরামর্শ দেওয়া, শেষ ওভারে ব্যাটিং করতে নামলে আমি কি হেলমেট পড়ব না পড়ব না, ব্যাটসম্যানের ইনিশিয়াল মুভমেন্ট কি ফ্রন্টফুট না ব্যাকফুট, বোলার কি ধরনের ট্রিক্সের খাটানোর প্ল্যান করছেন, ক্যালকুলেটেড রিক্স, আমি কি বিগ হিটের ওপর বেশী নির্ভরশীল হবো না বেশী,বেশী  স্ট্রাইক রোটেট করে সময়মত বিগ শট খেলব, ফিল্ডারকে অর্থোডক্স জায়গায় না বসিয়ে আনঅর্থোডক্স জায়গায় বসিয়ে একটি উইকেট তুলে নেওয়া কিংবা প্রেশার ক্রিয়েট করা, খেলা চলাকালীন সময়ে উইকেটের কোন লেন্থের ক্যারেকটার কিভাবে পরিবর্তন হচ্ছে ইত্যাদি আরও বিষয় থাকে।

কোন হাই ভোল্টেজ ম্যাচে উত্তেজনাকর মুহূর্তে এসব বিষয় গুলোর ব্যাপারে অভিজ্ঞ দল গুলোই কিন্তু স্নায়ু যুদ্ধে বেশীরভাগ ক্ষেত্রে জয়ী হয় ৫০ ওভার কিংবা টি২০ ম্যাচ খেলে এসব বিষয় গুলোর উপর পুরোপুরি দক্ষতা অর্জন করা যায় না।  একমাত্র টেস্ট ক্রিকেটই একটি দল এবং অধিনায়ককে ক্রিকেটের এসব খুঁটিনাটি ব্যাপার গুলোকে ভালোভাবে বুঝতে শেখায়। পাঁচ দিনে, তিন সেশন খেলে একটি দল যা শেখে তার মূল্য অপরিসীম। এটার এফেক্ট বোঝা যায় ক্রাঞ্চ মোমেন্ট বড় দল গুলোর হেরে যাওয়া ম্যাচ জিতে যাওয়া দেখে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, এই ছোট, ছোট বিষয় গুলোকে কাজে লাগিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ জেতার জন্য একটি দলের মধ্যে টেস্ট ক্রিকেট খেলার এবং এই খুঁটিনাটি বিষয় গুলো থেকে শেখার আগ্রহ থাকতে হবে। কিছু দল আছে যারা অনেক টেস্ট খেলার পরও চোক করতে থাকে কারন এরা ঐ ব্যাপার গুলো নিয়ে স্টাডি কম করে।       
বাংলাদেশ শ্বাসরুদ্ধকর মুহূর্তে ম্যাচ হেরে যাচ্ছে। এমন কি জিতে যাওয়া ম্যাচ ও হেরে যাচ্ছে। এর কারণটা কি? আমি মনে করি, আমাদের টেস্ট ক্রিকেট খেলতে নিরুৎসাহীতা এটার জন্য অনেকাংশে দায়ী

আমি তো ভুলেই গেছি বাংলাদেশ শেষ কবে টেস্ট ম্যাচ খেলেছে। আমাদের ক্রিকেটারদের স্কিল আছে এবং ম্যাচ জেতার জন্য যে উদ্যমটা দরকার সেটিও আছে কিন্তু যখন ম্যাচ ডাউন দ্যা অয়্যারের দিকে যায়, আমরা হেরে যাচ্ছি। আমরা প্রেশার রিলিজ করে দিলে, প্রতিপক্ষের অধিনায়ক আমাদেরকে স্টাডি করে, সূক্ষ্ম বিষয় গুলোকে খুবই স্মার্টলি এক্সপ্লওয়েট করে উল্টো আমাদেরকেই ফাঁদে ফেলে দেয়। আমদের সূক্ষ্ম বিষয় গুলোর ব্যাপারে স্টাডি কম কারন আমাদের সব ফোকাস লিমিটেড-ওভার ভার্সনে যার জন্য এসব ব্যাপার গুলো নজরে আসছে না।  সর্বোপরি ধৈর্য ধারনের ব্যাপারটি টেস্ট ক্রিকেটই শেখায়।

বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ সংগ্রামটা কিন্তু টেস্ট মর্যাদা পাওয়ার জন্য। সেরা টি২০ কিংবা ওয়ানডে ওয়ান্ডারস হবার জন্য নয়। বাংলাদেশে টেস্ট ক্রিকেটের চর্চা ভালোভাবে হলে খুঁটিনাটি বিষয় গুলো নিয়ে আরও স্টাডি হবে এবং আমরা শ্বাসরুদ্ধকর ম্যাচে আর হারব না। এমন কি হেরে যাওয়া ম্যাচ ও জিততে শিখব।     

ধন্যবাদ

ফয়সাল সিজার 

No comments:

Post a Comment