Monday, May 8, 2017

বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে যদি এমন আইন হতো!



বাংলাদেশ ব্যতিত অন্য কোন দেশে চিকিৎসা নিতে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং যদি চিকিৎসা নিতেই হয় তা হলে সেটা বিএমডিসি এবং বিএমএ- বিশেষ চিকিৎসক টিমের সাথে কাউন্সিলিং করে তারপর করতে হবে যে চিকিৎসা আমাদের দেশে বিদ্যমান সেটার জন্য দেশের টাকা বাইরে যাবার কোন মানেই হয় না

একজন এমবিবিএস চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঔষুধ বিক্রি করলে এক বছর সশ্রম কারাদণ্ড সহ আর্থিক জরিমানা হবে এবংবিএমডিসি বিএমএ- পারমিশন ছাড়া অন্যকোন দেশের চিকিৎসক কিংবা হাসপাতালের বিজ্ঞাপন দিলে সেটাড় জন্য একবছরের জেল এবং আর্থিক জরিমানা হবে
অন্যকোন দেশের চিকিৎসক এই দেশে প্র্যাকটিস করতে চায় তাহলে তাকে অবশ্যই এই দেশের রেজিস্ট্রেশন পরীক্ষায় পাশ করে আসতে হবে এবং পাশ করে তার রেসপেকটিভ স্পেশালিটিতে এই দেশের একজন অধ্যাপকের সুপারভিশণে প্র্যাকটিস করতে হবে

অন্য কোন দেশের চিকিৎসক এই দেশে প্র্যাকটিস করতে চাইলে তাকে এই দেশের সরকারকে ট্যাক্স দিতে হবে

অন্য কোন দেশের চিকিৎসক এই দেশে প্র্যাকটিস করতে চাইলে সেটি অবশ্যই দুই দেশের মেডিকেল কাউন্সিলের মিউচিয়াল আন্ডারস্ট্যান্ডিং-এর মাধ্যমে হতে হবে তুমি এই দেশে প্র্যাকটিস করতে চাইলে তমার দেশেও আমাদের চিকিৎসকদের প্র্যাকটিস করতে দিতে হবে

চিকিৎসকদের ব্যাপারে মিথ্যা এবং বানোয়াট খব্র ছাপালে জেল এবং জরিমানা

চিকিৎসকদের প্রহার এবং হাসপাতালের ক্ষয়ক্ষতি করলে দশ বছরের জেল

আমি জানি বাংলাদেশে এরকম কোন কিছু হওয়াটা কঠিন কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায়? আমাদের চিকিৎসকদেরও সুদিন আসবে

ধন্যবাদ
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment