Tuesday, May 30, 2017

আমি প্র্যাকটিস ম্যাচকে সিরিয়াসলি নিতে রাজি নই


২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ কোয়ালিফাইয়িং ম্যাচে, মুম্বাইতে, ওয়েস্ট ই ন্ডিজ মাত্র ৮০ রানে শ্রীলংকার সাথে অলআউট হয়েছিলো। কিন্তু মেইন টুর্নামেন্ট যখন শুরু হয়, ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল খেলেছিলো এবং শ্রীলংকা গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেয়। আবার, ২০০৭ সালের বিশ্বকাপের প্র্যাকটিস ম্যাচে, ফ্লোরেন্স হলে, হট ফেভারিট ভারত মাত্র ৮৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করেছিলো কিন্তু মূল টুর্নামেন্ট শুরু হবার সাথে, সাথে দেখা যায় ভারত তাদের প্রতিবেশী পাকিস্তানের মতোই গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয়।

এসব প্র্যাকটিস ম্যাচ কিংবা কোয়ালিফাইয়িং খেলা দিয়ে অনেক কিছু বিচার করা যায় না। আমি প্র্যাকটিস ম্যাচ কখনই সিরিয়াসলি নেই না এবং এখনও নেব না। মূল টুর্নামেন্ট শুরু হোক তারপর কোন টিমকে বিচার করা যাবে। এই হার বাংলাদেশের জন্য কিন্তু ব্লেসিং ও হতে পারে কারন এক্সপেকটেসনের মাত্রা কম থাকার কারনে টাইগারেরা চাপ মুক্ত থাকবে। সবচেয়ে বড় কথা, ক্রিকেট এবং দেশপ্রেম নিয়ে আবেগ বেচা দলের মুখ বন্ধ থাকবে।  

ধন্যবাদ

ফয়সাল সিজার         

No comments:

Post a Comment