Tuesday, May 9, 2017

ডাঃ সাজিয়া আফরিন ইভার সময় তোমারা চুপ ছিলে কেনো?


ডাঃ সাজিয়া আফরিন ইভার কথা কি কারো মনে আছে? এই যে তথাকথিত সুশীল এন্ড সেলেব্রিটি জনতা অফ ফেসবুক এবং আমাদেরই চিকিৎসক গোত্রের সেলেব্রিটি চিকিৎসকগণ! আপনাদেরকেই জিজ্ঞেস করেছি। মনে আছে ডাঃ ইভার কথা?

আমতলী ব্র্যাক ক্লিনিকে কর্তব্যরত অবস্থায় যেই ইভাকে ঐ ক্লিনিকের কিছু কেয়ারটেকার নিজেরদের যৌন ক্ষুধা মিটিয়ে ছিলো সেই নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ এবং হত্যার মাধ্যমে।

মনে আছে?

মনে থাকার কথা নয়। কারন ইভা যে একজন চিকিৎসক এবং কোন হাইফাই কানেকশন ছিলো না।   

সেদিন ডাঃ ইভার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এই সুশীল সমাজ এবং ফেসবুকের সেলেব্রিটিরা তো একটি শব্দ ও উচ্চারন করেনি। এখন তাদের এত হাহাকার কিসের? নিজের সুযোগ সুবিধা বুঝে আওয়াজ দেন বলেই তো আপনারা সুশীল, বুদ্ধিজীবী এবং সেলেব্রিটি। সব অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে আজকে নিশ্চয়ই প্রবাস আমিন এবং তাদের মুক্তমনের মানুষদের কষ্ট করে এত আবেগ খরচ করতে হতো না। তাই না?


আপনাদের সস্তা আবেগ দেখে আবারও বুঝলাম যে, কোন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হলে অন্যায়কারী এবং যার সাথে অন্যায় করা হয়েছে তাদের সকলেরই হাইফাই লেভেলের কানেকশন থাকতে হবে। নতুবা আপনাদের ফেসবুক পোস্ট এবং আবেগ নিয়ে কোন মুনাফা হবে না। বিচার চাওয়া তো অনেক দূরের কথা।

মূলত কোন সরকারেরই আমি সমালোচনা করার পক্ষপাতি নই কারন যে কোন সরকারকেই দেশ চালাতে অনেক বেগ পেতে হয় ক্কথিন চ্যালেঞ্জ ফেস করতে হয় যেটা আমাদের মতো সাধারন মানুষের পক্ষে সম্ভব না। তবে গনতান্ত্রিক সমাজে বসবাস করে আমি সরকারকে প্রশ্ন করতে পারি, নিজস্ব মতামত দিতে পারি এবং অভিযোগ করতে পারি।

আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আমার একটি বড় অভিযোগ হলো কিছু তথাকথিত সুশীলদের অনেক বেশী প্রিভিলেজ দেওয়া। সমাজের অবক্ষয়ের পেছনে এদের থার্ডক্লাস মুক্তমনা নীতি অনেকাংশে দায়ী।       

ধন্যবাদ

ফয়সাল সিজার 

No comments:

Post a Comment