Friday, May 12, 2017

চিকিৎসক সমাজের তথাকথিত সুশীলদের আত্মসমালোচনা


একজন সাংবাদিককে কি কখনও নিজের কমিউনিটি কিংবা সেই কমিউনিটর   কারও সম্পর্কে কঠোর সমালোচনা করতে দেখেছেন? আমি এখন পর্যন্ত দেখিনি। তাদের মধ্যে একতা অনেক। উনাদেরও দোষ ত্রুটি আছে কিন্তু উনারা সুশীল সেজে পাবলিকলি নিজেদের সমালোচনা করেন না এবং অন্যকেও করার সুযোগ দেন না। নিজেরদের ভুল গুলো নিজেদের মধ্যে শুধরে নেন। উনাদের মধ্যে একতা এত বেশী যে সাংবাদিক কমিনিউনিটির দিকে আঙ্গুল তুললে খবর আছে।     

একজন প্রকৌশলী, সচিব, আইনজীবী কিংবা পুলিশের মধ্যেও একতা নড়বড়ে না।

কিন্তু চিকিৎসক কমিউনিটি? হাহাহা......   

ইদানিং আমাদের চিকিৎসক সমাজে কিছু সুশীলদের আনাগোনা দেখা যাচ্ছে যারা   ‘আত্মসমালোচনার’ নামে পাবলিকলি এই কমিউনিটিকে হিউমিলিয়েট করার কাজে বেশ তৎপর হয়ে উঠেছেন। তাদের ‘আত্মসমালোচনার’ জন্য নন-মেডিকেল লোকজন বেশ মজা পেয়েছে এবং তারই প্রেক্ষিতে নিজের ঘর না সামলিয়ে চিকিৎসকদের লাইনে আনার কাজে লেগে পড়েছেন।

ভাই, আপনারা অনেক প্রতিভাবান এবং বিশাল বড়, বড় চিকিৎসক, নেতা কিংবা হিরো হবেন। কিন্তু এই তথাকথিত ‘আত্মসমালোচনার’ নামে অন্যদেরকে যে সুযোগ দিচ্ছেন সেটা একদিন আপানদের জন্যই বুমেরাং হবে।

ধন্যবাদ

ফয়সাল সিজার                           

No comments:

Post a Comment