Tuesday, May 9, 2017

মিডিয়া হাইপের ফাঁদে পা দেবার পূর্বে একটু চিন্তা করুন


মিডিয়া হাইপ ব্যাপারটি সব সময় আমার মনে সন্দেহের সৃষ্টি করে। যখনই কোন বিষয় নিয়ে ওভার-হাইপ তৈরি হয় তখনই ঐ হাইপে গা ভাসানর পূর্বে কিংবা কোন মন্তব্য করার পূর্বে ব্যাপারটি নিয়ে চিন্তা করতে থাকি। কারন লাফানোর পূর্বে চিন্তা কারাটা জরুরী। লাফানো সেলেব্রিটিদের কাজ। আমার মতো অতি সাধারন কিছু মানুষদের জন্য ওটা না।

এই সমাজের একটি গোত্র আছে যারা অত্যন্ত কুটিল এবং হিংসুটে। এরা কারও উন্নতি সহ্য করতে পারে না এবং কারও কাছে যদি মালকড়ি একটু বেশী থাকে তাহলে ওখান থেকে কিছু মাল নিজের পকেটে আনার জন্য খুবই বাজে কিছু গেম খেলে যেটাকে একধরনের ফাঁদ ও বলা যায়।

এরা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য অনেক হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয় কারন তারা জানে এই জাতি হুজুগে, ইস্যু পাগল এবং লাইমলাইট প্রিয়। একটা কিছু ধরিয়ে দিতে পারলেই কিন্তু কেল্লাফতে কেন না, এই জাতি এসব ইস্যু বেশ কিছুদিন গিলতে থাকবে এবং সেই ফাঁকে তাদের স্বার্থটাও উদ্ধার হয়ে যাবে। কারন ইতিমধ্যে তারা পাবলিক সাপোর্ট অর্জন করে ফলেছে। আর চিন্তা কি?

চিন্তা ভাবনা না করে হুট করে এই লাফিয়ে উঠে দিন শেষে কিন্তু অনেকে এর পূর্বেও বোকা বনেছে এবং এখনও বনতে দেখছি।  

ধন্যবাদ

ফয়সাল সিজার         

No comments:

Post a Comment