Wednesday, May 3, 2017

নিজস্ব কিছু মতামত


১। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর আমলে চিকিৎসক সমাজের সম্মান যেভাবে ভূলুণ্ঠিত হয়েছে অন্য কোন স্বাস্থ্যমন্ত্রীর আমলে আমলে তেমনটি হয়নি। উনার আমালে আমার বারবার মনে হয়েছে এইদেশে একজন চিকিৎসক হওয়াটা মহা অপরাধ হয়ে গেছে। চিকিৎসকদের হেয় করতে, করতে এই দেশের চিকিৎসা সেক্টরটা যে একদম ধ্বংস হয়ে যাচ্ছে এটা উনার টাক মাথায় ঢুকছে বলে মনে হয় না।

যেমনটি শিক্ষামন্ত্রীর টাক মাথায় ঢুকছে না। উনি তো মনে হয় প্রতি সেকেন্ডে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে তিলেতিলে শেষ করে দিচ্ছেন। প্রতিবছর স্কুল এবং কলেজ থেকে যেসব প্রোডাক্ট বের হচ্ছে তাতে দেশকে রসাতলে ডুবাতে কোন ষড়যন্ত্র তত্ত লাগবে না। অটোম্যাটিকালি সেই শুভকাজটি হয়ে যাবে।

মাননীয়া প্রধানমন্ত্রী যদি কোন ডাইনামিক কাজ করেন কিংবা পদক্ষেপ নেন তাহলে সেগুলো এই দুই কোজাকের কর্মকাণ্ডে হারিয়ে যায়।

একটি দেশের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা যদি সঠিক ভাবে পরিচালিত না হয় তাহলে সাবমেরিন এবং জেটপ্লেন ক্রয়, প্রতিরক্ষা চুক্তি ইত্যাদি, ইত্যাদি করে কি হবে?

২। আচ্ছা এই ভিন্নমত মানেটা কি? এই ভিন্নমত নিয়ে নানা ব্যাখ্যা শুনে যাচ্ছি এবং প্রায়ই ক্যাচাল দেখি। এখন ভিন্নমতের নামে যিনি ইসলাম এবং মোহাম্মদ (সাঃ) কে নিয়ে যাতা বলে চলেছেন তার ঐ ভিন্নমতের ওপসিটে কেউ যদি ধার্মিক দৃষ্টিকোণ থেকে নিজস্ব কোন মতামত দেয় তাহলে সেটা এই গোত্রের লোকজন মেনে নিতে পারে না কেন? উনারা ভিন্নমতের কীর্তন গান কিন্তু নিজেরাই ভিন্নমত হজম করতে পারেন না।

কিংবা, রাজনৈতিক ভাবে কেউ একটা দলকে সাপোর্ট করেন কিন্তু উনি অন্যদলের কথা সহ্য করতে পারেন না। এরা দুজনেই ভিন্নমতের কীর্তন গায় কিন্তু কেউই ভিন্নমত সহ্য হজম করতে অক্ষম।

৩। আমার একজন বিদেশী বন্ধু নাস্তিক। তার কাছে মানব ধর্মই সেরা ধর্ম। কিন্তু আজ পর্যন্ত আমি তাকে অন্যকোন ধর্ম নিয়ে কটুক্তি কিংবা অসম্মানজনক কোন মন্তব্য করতে দেখিনি। এমন কি আমি তাকে অনেক গরীব মুসলমানকে সাহায্য করেতও দেখেছি। সে নাস্তিক কিন্তু তাই বলে সে মনে ঘৃণা পোষণ করে না বরং মনটাকে বড় রেখে যুক্তি এবং ভালোবাসা দিয়ে সবকিছুর বিচার করে।


কিন্তু আমাদের দেশের নাস্তিকদের অবস্থাটা ভিন্ন। এদের মনে অনেক ঘৃণা এবং এদের ঘৃণাটা শুধু ইসলাম ধর্ম এবং মোহাম্মদ (সাঃ) কে নিয়ে। হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান ধর্ম নিয়ে এদের কোন অভিযোগ নেই। মানবতা এবং সুশীলতার নামে উনারা আবার মন্দির এবং গির্জাতে ও যান। কিন্তু উনারা না নাস্তিক? নাকি এরা শুধুই ইসলাম বিরোধী? এবং এই ইসলাম বিরোধিতা শুধুই কি সেলেব্রিটি এবং বাইরের দেশে সেটেল হবার ধান্দা?


ধন্যবাদ
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment