Thursday, May 25, 2017

লুক রঞ্চিকে করা মস্তফিজুর রাহমানের সেই বল


মুস্তাফিজ যে বলে লুক রঞ্চিকে আউট করেছিলো সেটা বারবার দেখছি। মোস্তাফিজ অফ ষ্ট্যাম্পের বাইরে বলটা ফেলেছিলো যেটা আপাত দৃষ্টিতে অফের বাইরে ড্রাইভ খেলার মতো কোন বল মনে হলেও একটু সুক্ষভাবে খেয়াল করলে বোঝা যাবে, ঐ বলটি অফের বাইরে গুড-লেন্থে পিচ করার পরও শেষের দিকে ট্রাজেকটরি পরিবর্তন করে ভেতরে ঢুকছিলো।

রঞ্চির ড্রাইভ শট খেলাটা ভুল ছিলো না কিন্তু শেষের দিকে বলের ট্রাজেকটরি পরিবর্তনের জন্য বল ব্যাটের কোনায় লেগে হাওয়াতে উড়ে যায় এবং সাকিব ক্যাচটি লুফে নেয়।

২৮ ওভারের পর নাসির হোসেনের সাথে যখন ম্যাশ মোস্তাফিজকে দিয়ে একটি এন্ড থেকে রস টেলরের বিরুদ্ধে বল করায়, তখনও ফিজকে এরকম কিছু করার চেষ্টা করতে দেখা যায়।

৩০ ওভারের প্রথম দুতি বলের কথা যদি ধরি তাহলে দেখা যাবে, প্রথম বলটি অফের বাইরে ছিলো যেটা টেলর ছেড়ে দেয় এবং দ্বিতীয় বলটি ছিলো অনেকটাই রঞ্চিকে করা বলের ন্যায় যেটা টেলর একটু সাফেল করে অনসাইডে খেলতে যাচ্ছিলো কিন্তু শেষদিকে বলের ট্রাজেকটরি পরিবর্তনের দরুন ব্যাটের কোনা লেগে থার্ড ম্যানে চলে যায়।   

অফ ষ্ট্যাম্পের বাইরে থেকে বলের এহেন ট্রাজেকটরি পরিবর্তন পুরনো বলে দেখেছি কিন্তু নতুন বলে দেখিনি এবং বলে রাখা ভালো, বর্তমানের আইন অনুযায়ী একদিবশীয় ক্রিকেটে বল সহজে পুরনো হয় না।    

মোস্তাফিজের বোলিং আরমোরিতে নতুন কিছুর এডিশন হতে যাচ্ছে কি?

ধন্যবাদ

ফয়সাল সিজার 

No comments:

Post a Comment