Wednesday, June 1, 2016

চান্ডিকা হাথুরুসিংহেকে একটু বেশী ক্ষমতা দিলে সমস্যা কি?




কোন যোগ্য লোককে যদি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভাবে একটু বেশী ক্ষমতা দেওয়া হয়, তাহলে তাতে কি কোন সমস্যা হবে? ক্রিকেটের খুঁটিনাটি ব্যাপারে জ্ঞান, ম্যান-ম্যানেজমেন্ট, কোচ হিসেবে দক্ষতা কিংবা প্রতিভা চেনার সূক্ষ্ম চোখ, যেদিক থেকেই বিবেচনা করা হোক না কেন, চান্ডিকা হাথুরুসিংহে একদম পারফেক্ট! এখন তাকে যদি আফিসিয়ালি-এবং-আনঅফিসিয়ালি একটু বেশী ক্ষমতা দেওয়া হয় তাতে অন্তত আমার কোন আপত্তি নেই। কারন বাংলাদেশ ক্রিকেটকে উনি বদলে দিয়েছেন। এই বাংলাদেশ জিততে জানে। এই বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ হতে হয়। এবং এই বাংলাদেশ গড়ার পেছনে হাথুরুসিংহের অবদান অনেক।

যারা টিভি এবং রেডিও-তে মাথা নষ্টকরে উনার বিরুদ্ধে কথা বলছেন তাদের দৌড়টা অন্তত আমার জানা আছে। উনাদের সিন্ডিকেট আমাদের ক্রিকেটের উন্নতিতে তো অবদান রাখেই নাই বরঞ্চ উটকো কিছু ঝামেলা উপহার দিয়েছে। আপনারা আমাদের ক্রিকেটের দেখাশোনা করলে আজকে মুস্তাফিজ, সৌম্যদেড় মতো প্রতিভাদেরকে পেতাম না। কারন আপনাদের পছন্দ তাদেরই যারা আপনাদের পকেট গরম করবে এবং বিদেশ যাবার ব্যবস্থা করে দিবেন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে লজ্জা করে না ?       

এরা হলেন ফেসবুকের লাইক এবং শেয়ার ব্যবসায়ি। এরা সস্তা দেশপ্রেমের গান গেয়ে এবং ক্রিকেটকে বেশ্যাবৃত্তির পর্যায়ে নিয়ে যেয়ে নিজেরদের পেট চালায়। এসব না করলে এদের ঘরে চুলা জ্বলবে না। আর তাই তো এরা তথাকথিত সস্তা তিভি চ্যানেল, এফ এম না কিসব রেডিও, ফেসবুক এবং দেশীয় সস্তা অনলাইন পত্রিকার সস্তা সেলিব্রিটি। এরা ক্রিকেট খেলার কিছুই বুঝে না।

হাথুরুসিংহেকে নিয়ে তাদেরই সমস্যা হবে যারা আমাদের ক্রিকেটারদেরকে জিম্মি করে ব্যবসা করতে অভ্যস্ত। ক্রিকেটকে পুঁজি করে বেশ্যাবৃত্তি করে যাদের দিন কাটে, হাথুরুসিংহেকে নিয়ে একমাত্র তাদেরই সমস্যা হবে।

এদের উৎপাতে আমরা হিথ স্ট্রিককে হারিয়েছি। এখন হাথুরুসিংহেকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলে উনাকেও সরানোর পায়তারা চলছে। বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য চান্ডিকাকে দরকার। আবেগের বশবর্তী হয়ে এসব দালালদের কথায় কান না দিলে ভালো হবে।

ধন্যবাদ 
ফয়সাল সিজার 

No comments:

Post a Comment